বলুন দেখি ১ | TmA

 By: TmA Desk



এই ছবিতে অসচেতনভাবে ১২ টি ভুল করা হয়েছে। বলুন তো কী কী সেই ভুলগুলো? 


কয়টি পেলেন ভুল? জানাতে পারেন ফেসবুকের এই পোস্টটির Comment এ। 


উত্তর মিলিয়ে নিন এখান থেকে। 


১.বিড়াল খাচায় বন্দি


২.ফটোফ্রেমটা দেয়ালে উল্টা লটকানো


৩.মেয়েটা চািমচ দিয়ে না নেড়ে ছুড়ি দিয়ে নাড়ছে


৪.চশমা পরা ছেলেটার চশমার ফ্রেম ভিন্নরকম


৫.টেবিলের ১টা পায়া নাই


৬.টি-পট এর হাতল নাই


৭.খবরের কাগজ উল্টা করে পড়ছে


৮.ইলেকট্রিক স্ট্যান্ডে মোমবাতি রাখা


৯.চা কাপে না ঢেলে টেবিলে ঢালছে


১০.পাউরুটির আকৃতি ছেলেটার হাতে ১রকম আর প্লেটের মধ্যে আরেকরকম


১১.প্লেটে খাবারের বদলে ছুড়ি রাখা


১২.লোকটার টাই ঠিক নাই