আমরা শহুরে স্মৃতিতে বাঁচি। বাঁচি নিয়মের অন্তহীন কৃত্রিমতায়। পথ চলতে গিয়ে আমাদের দেখা হয় অদেখা আর অজানা এক পৃথিবীর সাথে। আমরা অভ্যস্ত হতে শিখে যাই। ভীড় ঢেলে এগিয়ে যাই জীবনের রঙীন গল্পে নিজেদের রাঙাতে।
এমন করেই একটা ক্যানভাস তৈরি হয়ে যায়, ধূসর স্মৃতির এক ক্যানভাস।
আমরা সেই ক্যানভাসের নাম দিয়েছি TmA. আমরা TmA এর মাধ্যমে জানাতে চাই আগামীদিনের ভাবনা। তুলে আনতে চাই আপনার না বলা গল্প, অদেখা বাস্তবতা। আপনি থাকবেন তো পাশে?