জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ঘরে বসেই | National University

 





লেখা: TmA শিক্ষা Team



এখন ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির আবেদন করা যাবে। 


এজন্য শুরুতেই আপনাকে আপনার একটি সম্প্রতি তোলা ছবি আপনার ফোনে রাখতে হবে। অবশ্যই স্ক্রিনে দেখানো শর্ত অনুযায়ী সাইজ করে রাখতে হবে ছবিটি। সাইজ করতে প্লে স্টোরে অনেক এপ্লিকেশন পাবেন। যেমন, Pixellab


এরপর ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড করে নিন। 


স্ক্রিনে দেখানো ঠিকানায় প্রবেশ করুন। 




Apply Now অপশনে ক্লিক করুন। 


এসএসসি ও এইচএসসির রোল, রেজিষ্ট্রেশন, বোর্ড ও পাশের সাল দিন। 


next এ ক্লিক করার পর 

এরপর এমন একটি পেইজ আসবে। 


যদি কোনো তথ্য পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। তারপর next এ ক্লিক করুন। 


এবার কলেজ নির্বাচন করার পালা। মনে রাখবেন, আপনি শুধু একটি কলেজই নির্বাচন করতে পারবেন। 


তাই ভেবে চিন্তে বিভাগ, জেলা এবং কলেজ নির্বাচন করুন। আপনার এসএসসি ও এইচএসসির ফলাফল অনুযায়ী আপনার নির্বাচন করা কলেজের যোগ্য বিষয়গুলো আপনার সামনে আসবে। আপনি ইচ্ছে করলে সবগুলো বিষয়ই চয়েজ লিস্টে দিতে পারেন। কিংবা শুধু একটি বিষয়ও দিতে পারেন। এটি সম্পূর্ণ আপনার ইচ্ছা।  


এরপর next এ ক্লিক করুন। 


কোটা থাকলে কোটা নির্বাচন করতে পারেন এই পেইজে। এরপর আবার Next এ ক্লিক করুন। 


আগে থেকে রেডি রাখা ছবিটি আপলোড করুন। 


সচল মোবাইল নাম্বার দিন। তারপর ই-মেইল ঠিকানাটিও দিন। 


preview application এ ক্লিক করুন। সবকিছু আবার চেক করে নিয়ে submit application এ ক্লিক করুন। 


এরপর এমন একটি পেইজ আসবে। এখানে পিন নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ। এটি স্ক্রিনশট বা কোথাও লিখে রাখুন। পাশে থাকা পিডিএফ ফরমেটের ফর্মটি ডাউনলোড করে নিন। এটিও সংরক্ষণ করুন। 


নিচে notes এর লেখাটি লক্ষ্য করুন। ২৫০ টাকা জমা দিতে হবে আপনার কলেজে। এর জন্য অবশ্য আপনাকে কলেজে যেতে হবে না। 


কলেজের ওয়েবসাইট বা নোটিশ বোর্ডে এরকম একটি বিজ্ঞপ্তি দেওয়া হবে। সেখানে অনলাইনে টাকা জমা দেওয়ার পদ্ধতি বলে দেওয়া হবে। সেই পদ্ধতি অনুযায়ী টাকা জমা দিয়ে দিন। না হলে আবেদন বাতিল হয়ে যাবে। 


আবেদন করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে বা কিছু না বুঝলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। 


tag: জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া ২০২১, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বাতিলের নিয়ম, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ, জাতীয় বিশ্ববিদ্যালয় কোনগুলো, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ২০২১, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২১, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি আপডেট নিউজ, NU Admission, national university admission 2020-21, national university admission circular 2020-21,