সারাবিশ্বেই করোনার প্রাদুর্ভাব সময়ে সময়ে বাড়ছে। স্বাস্থ্যবিধি মানার সাথে সাথে তাই টিকা দেওয়াতেও জোর দেওয়া হচ্ছে দেশে দেশে। বাংলাদেশে গেল ফেব্রুয়ারিতে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। টিকা দেওয়ার আগে সরকার প্রদত্ত পোর্টাল সুরক্ষা'য় রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখন ঘরে বসে নিজের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সহজেই টিকার জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন। এই ভিডিওতে সেটিরই বিস্তারিত দেখাতে চাই।
টিকা নেওয়ার জন্য আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে। এনআইডি নম্বরটি দিয়েই টিকার জন্য রেজিষ্ট্রেশন করতে হবে। তাই এনআইডি কাছে রাখুন।
শুরুতে যে কোনো ব্রাউজার দিয়ে ইংরেজি বা বাংলায় সুরক্ষা লিখে সার্চ করুন গুগলে। সুরক্ষা নামের একটি ওয়েবসাইট শুরুতেই পেয়ে যাবেন। এটির লিন্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। সেখান থেকেই যেতে পারেন ওয়েবসাইটটিতে। তাছাড়া সুরক্ষা লিখে প্লে স্টোরে সার্চ দিলেও একটি এপ পাওয়া যাবে। সেটি ইনস্টল করেও রেজিষ্ট্রেশন করা যাবে।
সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশ করুন। উপরে থাকা থ্রি বার থেকে নিবন্ধন অপশনটি সিলেক্ট করুন।
পরিচয় যাচাই এর ঘরে আপনার ক্যাটাগরিটি সিলেক্ট করুন।
এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিন। নিচে থাকা ক্যাপচাটি দেখে দেখে লিখুন। যাচাই করুন অপশনে ক্লিক করুন।
কিছুক্ষণ অপেক্ষা করুন।
এরপর স্ক্রিনে নিবন্ধন কারীর তথ্য দেখা যাবে।
যে শহর বা এলাকায় আপনি টিকা দিতে চান সে অনুযায়ী বর্তমান ঠিকানায় পর্যায়ক্রমে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং কেন্দ্রের নাম নির্বাচন করুন। ' আমি শপথ করিয়া বলিতেছি' অপশনটিতে টিক চিহ্ন দিয়ে 'সংরক্ষণ করুন' অপশনে ক্লিক করুন।
কিছুক্ষণ অপেক্ষা করুন।
স্ক্রিনে নতুন একটি পেইজ আসবে। সেখানে আপনার ফোন নম্বরটি লিখুন। নম্বর টিতে একটি কোড নাম্বার চলে যাবে স্বয়ংক্রিয়ভাবে। সেই কোডটি লিখুন নিচের ঘরে। যাচাই করুন অপশনে ক্লিক করুন।
ব্যস, আপনার নিবন্ধন হয়ে গেল।
টিকা নেওয়ার তারিখ জানিয়ে ৭-১০ দিনের মধ্যে আপনার দেওয়া ফোন নম্বরটিতে একটি মেসেজ যাবে। সেই তারিখে নির্বাচন করা কেন্দ্রে গিয়ে টিকা দিতে হবে।
টিকা দিতে যাওয়ার সময় অবশ্যই সাথে করে জাতীয় পরিচয়পত্র এবং টিকাদান কার্ড সঙ্গে রাখতে হবে।
টিকাদান কার্ড সুরক্ষা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন যে কোনো সময় যতখুশি ততবার।
সেক্ষেত্রে হোমপেজ থেকে থ্রি বারে গিয়ে টিকা কার্ড সংগ্রহ অপশনে ক্লিক করুন। জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচাটি হুবহু লিখে যাচাই করুন অপশনে ক্লিক করুন। এরপর আপনার ফোনে একটি কোড চলে যাবে, সেটি খালি ঘরটিতে বসান। টিকাকার্ড ডাউনলোড অপশনে ক্লিক করে কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন।
ভিডিওটি শেয়ার করে অন্যদেরও টিকা নিতে উৎসাহিত করুন।