এসএসসি শিক্ষার্থীদের এসাইনমেন্ট কার্যক্রম বন্ধ | SSC assignment | TmA
করোনা মহামারিতে নির্ধারিত সময়ে পরীক্ষা না হওয়ায় এ বছরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এসাইনমেন্ট কার্যক্রম শুরু করেছিল শিক্ষা মন্ত্রণালয়। ১৮ জুলাই ১২ সপ্তাহের এসাইনমেন্ট রূপরেখা প্রণয়ন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তবে গেল ৬ সেপ্টেম্বর ৮ম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ করার পর চলতি সপ্তাহে আর এসাইনমেন্ট প্রকাশ করে নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এ সম্পর্কিত কোনো বিজ্ঞপ্তিও প্রকাশ না করায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। তবে ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তির পর এসাইনমেন্ট কার্যক্রম বন্ধের ব্যাপারটি স্পষ্ট হয়েছে।
গেল ০৮ সেপ্টেম্বর ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসএসসি-২০২১ পরীক্ষার্থীদের প্রদত্ত আট সপ্তাহের অ্যাসাইনমেন্টের নম্বর এন্ট্রি সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। অর্থাৎ পূর্বে ১২ সপ্তাহ বলা হলেও এখন আট সপ্তাহ পর্যন্ত অ্যসাইনমেন্ট কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চাইছে বোর্ড। আজ থেকে আগামী ১৬ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট বোর্ডের প্যানেলে নম্বর পৌঁছাতে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর মধ্যে ১৬ থেকে ২৩ সেপ্টেম্বরর মধ্যে ১ম, ২য় ও ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নম্বর প্রেরণ করতে হবে। ০৭ থেকে ১৩ অক্টোবরের মধ্যে ৪র্থ ও ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নম্বর এবং ১৪ থেকে ২১ অক্টোবরের মধ্যে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম সপ্তাহের এসাইনমেন্ট নম্বর বোর্ড প্যানেলে প্রেরণ করতে হবে স্কুল শিক্ষকদের।
স্কুল খুলে দেওয়ার কারণে এসএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয়দিন ক্লাস হচ্ছে এখন। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের এসাইনমেন্ট দেওয়া হয়েছিল পড়াশোনায় যুক্ত রাখার জন্য। স্কুলে ফের ক্লাস শুরু হওয়ায় পরীক্ষার্থীদের উপর বাড়তি চাপ এড়াতে অ্যাসাইনমেন্ট কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত এসেছে।
করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে এ বছরের নভেম্বরে ২০২০-২১ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
ট্যাগ: ssc assignment 2021, tma, tma bd, ssc assignment solution, এসএসসি এসাইনমেন্ট, ssc assignment answer, ssc assignment physics, ssc assignment chemistry, ssc assignment Biology, ssc 9th week assignment,