দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। ঢাকা শিক্ষা বোর্ডে আজ সোমবার পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। সময়সূচি অনুযায়ী আগামী ১৪ ই নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে। করোনা পরিস্থিতির মধ্যে বিষয় ও সিলেবাস কমিয়ে আনার পাশাপাশি পরীক্ষার সময়েও এসেছে পরিবর্তন। এবার প্রতি বিষয়ের পরীক্ষা হবে ১ ঘন্টা ৩০ মিনিট করে। এই সময়ের মধ্যেই শিক্ষার্থীকে বহুনির্বাচনি ও সৃজনশীল/রচনামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে। দেড় ঘন্টার মধ্যে প্রথম ১৫ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বহুনির্বাচনি অংশের জন্য।
ঢাকা শিক্ষা বোর্ড বলছে, প্রত্যেক শিক্ষার্থীকে বহুনির্বাচনি অংশ, রচনামূলক অংশ এবং ব্যবহারিক অংশে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে।
ব্যবহারিক খাতা জমা দেওয়ার ব্যাপারে ইতোমধ্যেই শিক্ষাবোর্ডের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
Tags: ssc routine 2021, এসএসসি রুটিন ২০২১, এসএসসির সময়সূচি, এসএসসি পরীক্ষার রুটিন, tma, tmabd, ssc assignment,