ক্যাশ আউটে খরচ কমানোর নামে ধোঁকাবাজি করছে বিকাশ? | Bkash Cash-out | TmA

 


ক্যাশ আউটে খরচ কমানোর নামে ধোঁকাবাজি করছে বিকাশ? | Bkash Cash-out | TmA


লেখা: পলাশ মাহমুদ


বিকাশ ‘ক্যাশ আউটে চার্জ কমলো’ শিরোনামে বিজ্ঞাপন প্রচার করছে। এখানে বেশ ধোঁকাবাজির আশ্রয় নিয়েছে। আর ওভারঅল খরচ বাড়িয়েছে। কীভাবে...?


১. আগে প্রতি সেন্ড মানিতে ৫ টাকা নিত। এখন সেটা ১০ টাকা।


২. ২৫ হাজার টাকা লিমিটের বাইরে গেলেই বাড়বে সকল চার্জ।


৩. একটি এজেন্ট নাম্বারকে ক্যাশ আউটে লাগবে হাজারে ১৪.৯০ টাকা। মানে বিকাশের এজেন্টের কাছে গ্রাহককে আটকে রাখার কৌশল।


৪. এবার কৌশলের পর বাটপারি। সেই এজেন্ট থেকে মাসে ২৫ হাজারের বেশি টাকা তুলতে গেলে দিতে হবে ১৮.৫০ টাকা।


৫. আগে কিন্তু অ্যাপে ছিল ১৭.৫০ টাকা। এখন ঐ এজেন্টের কাছে গেলেও ১৮.৫০ অর্থাৎ ২৫ হাজারের প্যাচে ফেলে পরবর্তী হাজারে এখন থেকে ১ টাকা করে বেশি কাটবে বিকাশ।


৬. মজার বিষয় হলো, এরা গণহারে বিজ্ঞাপন দিচ্ছে প্রতি হাজারে ১৪.৯০ টাকা ক্যাশ আউট খরচ। কিন্তু এটা মিথ্যা। অ্যাপে আগে যা ছিল হাজারে ১৭.৫০ টাকা এখন তা ১৮.৫০ টাকা। 


৭. এখন ১৪.৯০ টাকার বিজ্ঞাপন দেখে সরল বিশ্বাসে বাঙালি যখন ক্যাশ আউট করবে তখন কাটা হবে ১৮.৫০ টাকা। মানে ঘোষণার চেয়ে হাজারে প্রায় ৫ টাকা বেশি। এবার দোকানির সঙ্গে কাষ্টমার করবে চিল্লাচিল্লি। একটু পরে ঠান্ডা। মাঝখানে ধোঁকা দিয়ে টাকা নিল বিকাশ।


বি.দ্র. এরা এমনভাবে সুক্ষ হিসাব করে আপনাকে লাভ দেখাবে যে হিসাব দেখে আপনার লোকসান বোঝার উপায় নেই। টের পাওয়া যায় লোকসান হবার পর।



লেখক: সাংবাদিক, আরটিভি অনলাইন 



tags: bkash fraud, bKash cash-out charge, বিকাশের প্রতারণা, বিকাশ ক্যাশ আউট চার্জ, tma, tmabd,