একটি দেশ যেভাবে দাঁড়ায় - রউফুল আলম | Ekti desh jevhabe daray | TmA
লেখা: TmA Library Team
গবেষক রউফুল আলমের লেখা বই 'একটি দেশ যেভাবে দাঁড়ায়' ২০১৯ সালে প্রথম প্রকাশিত হওয়ার পর বেশ পাঠকপ্রিয় হয়। এটি মূলত লেখকের বিভিন্ন সময়ে পত্রিকায় প্রকাশিত কলামের সংকলন। বইতে লেখক তার বিদেশ জীবনের অভিজ্ঞতার আলোকে এদেশের শিক্ষাসহ নানান ক্ষেত্রের অসঙ্গতিকে তুলে ধরার চেষ্টা করেছেন। এ দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তীব্র হতাশার সুর দেখা গেছে বইয়ের পাতায় পাতায়।
এক নজরে
বইয়ের নাম: একটি দেশ যেভাবে দাঁড়ায়
মূল ভাষা : বাংলা
জনরা: অণুপ্রবন্ধ
লেখক: রউফুল আলম
প্রথম প্রকাশ: ২০১৯
প্রকাশনী : সমগ্র প্রকাশন
পৃষ্ঠা : ১৯১
মূল্য : ৩৫০ টাকা
লেখকনামা
রউফুল আলম পেশায় একজন গবেষক। সিনিয়র বিজ্ঞানী হিসেবে বর্তমানে কাজ করছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের এক ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। সেখানে কাজ করছেন জটিল জিনগত রোগের ওষুধ আবিষ্কার নিয়ে। বাবার চাকরির সুবাদে রউফুলের শৈশবের কিছু সময় কেটেছে চাঁদপুরের মফস্বল শহর হাজীগঞ্জে। স্কুল শেষে তার ইচ্ছা ছিল নটর ডেম কলেজে পড়ার। সুযোগও হয়েছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অভাব। শেষে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। উচ্চ মাধ্যমিক পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে ভর্তি হন।২০০৫ সালে স্নাতক ও স্নাতকোত্তর শেষ হওয়ার কথা থাকলেও সেশন জটের কারণে ২০০৮ সালের এপ্রিলে তা শেষ হয়। স্নাতকোত্তরে তিনি প্রথম স্থান অধিকার করেন। এরপর ২০০৯ সালে গবেষণার জন্য সুইডেনের উদ্দেশ্যে পাড়ি জমান। এরই মাঝে বিসিএস লিখিত পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছিলেন। পরবর্তীতে সুইডেন থাকায় আর মৌখিক পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি।রউফুল আলম লেখালেখি করতে পছন্দ করেন সেই বিশ্ববিদ্যালয় জীবন থেকেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকার সময় প্রথম আলোকে তার লেখালেখির শুরু। শিক্ষা ও গবেষণা নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর লেখা প্রথম বই ‘একটা দেশ যেভাবে দাঁড়ায়’ বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে।
কেন পড়া উচিত বইটি?
রউফুল আলম গোটা বিশ্বের তরুণদের মধ্যে যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা খুঁজে পেয়েছেন, তা থেকে আমাদের দেশের তরুনেরা যেন শিক্ষা নেয় বইয়ের মাধ্যমে সেই প্রচেষ্টাই চালিয়েছেন। এদেশের অর্থ নয়ছয় হয় সহজেই অথচ জ্ঞান, গবেষণায় অর্থ বিনিয়োগের বেলায় রাষ্ট্রের বুকে নেমে আসে মহামন্দা।
একটি দেশ গড়ে উঠে মেধায়, মননে, জ্ঞান, গবেষণায়। অথচ এগুলোর প্রতি জাতি হিসেবে আমরা কতই না উদাসীন! সমগ্র বিশ্বের উন্নত দেশগুলো নজর দিয়েছে মেধাবীদের গড়ে তোলার কাজে। তাদের কাছে বন্দুক আমদানির চাইতে প্রবাসী মেধাবী শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে এনে দেশকে আলোকিত করাই সিগনিফিক্যান্ট।
আমাদের দেশে যেরূপ সংস্কৃতি বিদ্যমান তাতে আমরা মিথ্যে আলোর পেছনে ছুটতে ছুটতে নিজেদের জীবনে ঘোর অমানিশা ডেকে আনি। সারা দুনিয়ার তরুণেরা যখন সৃষ্টি সুখের উল্লাসে মাতোয়ারা হয় তখন আমাদের সময় কাটে ইন্টারনেট দুনিয়ার মেকি রঙ দেখতে দেখতে। এদেশের লাখো তরুণদের হাতে কেউ আলোর মশাল তুলে দেয় না। লেখক চীন, জাপান, ভারতের মত দেশের তরুণদের চিন্তা চেতনার, দুরদর্শীতার সাথে আমাদের দেশের তরুণদের দুরদর্শীতার ফারাক বর্ণনা করে হতাশায় নিমজ্জিত হয়েছেন।
মূলত লেখক অসঙ্গতি গুলো তুলে আনতে চেয়েছেন আমাদের জ্ঞান দৈন্যতা থেকে বের করে আনার জন্য। অনেকের কাছে এই বইটি আলোকবর্তিকা স্বরুপ আবির্ভূত হতে পারে।
(এই অংশের লেখক: তন্ময় বড়ুয়া)
চলুন, তাহলে পড়া যাক সেই বই।
TmA রেটিং!
বইটি পড়তে চান?
মূল বইটি ক্রয়ের লিংক:
>> রকমারি
>> বাংলা অনুবাদ ডাউনলোড লিংক :
কেমন লাগলো বইটি পড়ে? এই বইটি সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে পারেন ফেসবুকে মেসেজ দিয়ে।
আরো রিভিউ: আল আকসা মসজিদের ইতিকথা
এই বিভাগের লেখা নিয়মিত পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেইজে ।
ট্যাগ: একটি দেশ যেভাবে দাঁড়ায়,tma, tmabd,
রউফুল আলম বই pdf,ekti desh jevhabe daray book,rauful alam book pdf,সপ্তাহের বই,একটি দেশ যেভাবে দাঁড়ায় রিভিউ,গবেষণামূলক বই,একটি দেশ যেভাবে দাঁড়ায় বই pdf,