এসএসসি প্রস্তুতি রসায়ন জ্ঞানমূলক | SSC Final Chemistry Short Question | TmA
২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য চূড়ান্ত প্রস্তুতির প্রথম পর্বে আপনাকে স্বাগত। এই পর্বে থাকছে রসায়ন জ্ঞানমূলক প্রশ্নের পরীক্ষা৷
জীববিজ্ঞান জ্ঞানমূলক পরীক্ষার লিঙ্ক এখানে।
বাকি পরীক্ষার সময়সূচি দেখে নিন এখান থেকে।
নিয়মাবলি -----
° প্রশ্নসংখ্যা ২৫ টি।
° প্রত্যেক প্রশ্নের মান ১
° মোট নম্বর ২৫
° সময় ৩০ মিনিট
° সকল প্রশ্নের উত্তর দিতে হবে।
° জ্ঞানমূলক হওয়ায় উত্তর এক লাইনের হওয়াই সমীচীন।
° পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা জরুরি। অসদুপায় অবলম্বন নিজের প্রস্তুতিকেই প্রশ্নবিদ্ধ করবে।
° শিক্ষার্থী নিজ দায়িত্বে সময়ের প্রতি খেয়াল রেখে পরীক্ষায় অংশ নেবে।
প্রশ্ন
১. প্রকৃতিতে কয়টি মৌল পাওয়া যায়?
২. ত্রয়ীসূত্র কে দিয়েছিলেন?
৩. সিলভারের ল্যাটিন নাম?
৪. পারমাণবিক ব্যাসার্ধ কী ধরণের ধর্ম?
৫. IUPAC এর পূর্ণ রূপ?
৬.রন্টজেনিয়াম কী ধরণের ধাতু?
৭. আমাদের শরীরে কয় ধরণের মৌল রয়েছে?
৮. আয়রনের পরিবর্তনশীল যোজনী কত?
৯. 1s^22s^22p^1 - গ্রুপ সংখ্যা কত?
১০. টাইটানিয়াম-এ কয়টি শক্তিস্তর?
১১. সালফেটের যোজনী কত?
১২. CuSo4.5H2O কিসের সংকেত?
১৩. প্ল্যান্ক ধ্রুবকের একক লিখ।
১৪. সোডিয়াম ক্লোরাইড কি বিদ্যুৎ পরিবহন করতে পারে? ( হ্যাঁ অথবা না)
১৫. ইথান্যাল কোন সমগোত্রীয় শ্রেণির অন্তর্ভুক্ত?
১৬. বিউটেনের অ্যালকাইল মূলকের নাম কী?
১৭. রাদারফোর্ডের মডেলে পরমাণুর ভেতরেটা কী বলা হয়েছে?
১৮. ব্রোমিন দ্রবণ কোন বর্ণের?
১৯. ভিনেগারে কোন এসিড থাকে?
২০. পারমাণবিক বর্ণালী কী?
২১. কোন মোম ভ্যাসলিন তৈরিতে ব্যবহার হয়?
২২. বাংলাদেশের কোথায় পেট্রোলিয়াম পাওয়া গেছে?
২৩. সাইক্লোপ্রোপেনে কী ধরণের বদ্ধ শিকল রয়েছে?
২৪.বাংলাদেশে পাওয়া মিথেনের শতকরা হার কত?
২৫. পৃথিবীর বয়স কত?
সমাধান দেখুন এখানে