নির্ধারিত সময়ের প্রায় ৯ মাস পর এসএসসি পরীক্ষায় বসছেন ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা অংশগ্রহণ করবেন ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে পরীক্ষার্থী ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১৮৮৭ জন এবং ভোকেশনালে রয়েছেন ১ লাখ ২৪ হাজার ২২৮ জন।
গত বছর অর্থাৎ ২০২০ সাল থেকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। গতবছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।
এসএসসি ব্যবহারিক সমাধান
বুধবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিতে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ১ হাজার ৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পরীক্ষার্থীরা ১ হাজার ৮৫০ টাকা ফি দিয়ে ফরম পূরণ করেছেন।
শিক্ষার্থীদের শুধুমাত্র গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। সব বিষয়ে পরীক্ষা না হওয়ায় স্বাভাবিকভাবেই পরীক্ষা ব্যয় কমেছে। তাই পরীক্ষার্থীদের ফরমপূরণে আদায় করা টাকার ব্যয় না হওয়া অংশ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ফেরত পাওয়া টাকার পরিমাণ ঠিক কত সেটি বলেন নি তিনি। স্পষ্ট করেন নি কবে দেওয়া হবে সেটিও।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এ বছর ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য ৩ হাজার ৬৭৯ কেন্দ্রে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাধারণ বোর্ডের ২ হাজার ২০৯টি, মাদ্রাসা বোর্ডের ৭১০টি এবং ভোকেশনালের ৭৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসএসসি মডেল টেস্ট বিনামূল্যে
দীপু মনি বলেছেন, পরীক্ষার ফল ৩০ দিনের মধ্যে প্রকাশ করা হবে। ফলে নতুন বছর আসার আগেই ফলাফল পেয়ে যাবেন পরীক্ষার্থীরা৷
এসএসসি পরীক্ষাকে সামনে রেখে সব ধরনের কোচিং বন্ধ ঘোষণা করা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, আগামী ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের সমস্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে।
বিশেষজ্ঞ কমিটির সুপারিশক্রমে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং-এর মাধ্যমে আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের নম্বর দেওয়া হবে।
ঢাকা শিক্ষা বোর্ড বলছে, এ পদ্ধতিতে পরবর্তীতে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে কোন প্রভাব পড়বে না।
বাংলাদেশে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি এবং এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবার রেওয়াজ রয়েছে।