শাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি | SUST GST 2021 |TmA

 



শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। এই লেখায় নির্দেশিকার মূল বিষয়গুলো উল্লেখ করা হলো- 


> ভর্তি আবেদনের সময়সীমা প্রকাশিত হয় নি। পরে জানানো হবে। (এই পোস্টেই আপডেট করা হবে।)


> দুইটি ইউনিট A ও B 


> A ইউনিটে দুইটি গ্রুপ - (বিজ্ঞান বিভাগের জন্য) 

 Group 1 এ পদার্থ, রসায়ন, গণিত, পরিসংখ্যান, সিএসই, ক্যামিকেল ইন্জিনিয়ারিং, আইপিই, ইইই, সিভিল ইন্জিনিয়ারিং, ফুড ইন্জিনিয়ারিং, পেট্রোলিয়াম এন্ড মাইনিং, ভূগোল ও পরিবেশ, মেক্যানিকেল ইন্জিনিয়ারিং, সফটওয়্যার ইন্জিনিয়ারিং, সমুদ্রবিজ্ঞান, জেনেটিক ইন্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ রয়েছে। এই গ্রুপে মোট আসন ৯৫৫ টি। 


গুচ্ছ ভর্তি ২০২০-২১ সর্বশেষ আপডেট


Group -2 এ আর্কিটেকচার বিভাগ রয়েছে। আসন সংখ্যা ৩০ টি৷ 


> B ইউনিট (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য) - অর্থনীতি, সমাজবিজ্ঞান, পলিটিকাল স্টাডিজ, লোকপ্রশাসন, নৃ বিজ্ঞান, সমাজকর্ম, ব্যবসায় প্রশাসন, ইংরেজি ও বাংলা বিভাগ। মোট আসন সংখ্যা ৬০২ টি। 


সাস্টে সর্বমোট আসন সংখ্যা ১৫৮৭ টি। এর বাইরে কোটায় আছে আরও ১০০ আসন। 


> বিষয়ভিত্তিক যোগ্যতা : শাবিপ্রবি-তে ভর্তির জন্য বিভাগওয়ারি এইচএসসি এবং জিএসটি ভর্তি পরীক্ষায় কিছু শর্ত রাখা হয়েছে। বিস্তারিত নিচে দেওয়া লিন্কে। 


> বিস্তারিত এখানে। 


> সাস্টের ভর্তি বিষয়ক যে কোনো জিজ্ঞাসায় ই-মেইল করতে পারেন আমাদের tmabd2021@gmail.com এই ঠিকানায়।  যোগাযোগ করতে পারেন ফেসবুক পেইজেও। 

আরো দেখুন: খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
 


tags: tma,tmabd,SUST admission 2021,শাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি,সাস্ট ভর্তি,শাহজালাল বিশ্ববিদ্যালয় ভর্তি,গুচ্ছ সাস্ট,sust admission circular,sust admission circular 2020-21,sust admission circular 2020-21 pdf,