বাংলাদেশে ১৪ই নভেম্বর থেকে শুরু হয়েছিল এসএসসি ও দাখিল পরীক্ষা। শেষ হয় ২৩ নভেম্বর।
এসএসসির ফল জানুন এখান থেকে
করোনাভাইরাস মহামারির কারণে দেড় বছর পর এটাই প্রথম কোন পাবলিক পরীক্ষা।
নোয়াখালী জিলা স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন সাদমান ইসলাম। বিজ্ঞান বিভাগের তিনটি নৈর্বচনিক বিষয় পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পরীক্ষায় বসতে হয়েছিল সাদমানকে। ফলাফল প্রকাশের পর দেখা গেছে, এই তিনটি বিষয়েই সাদমান জিপিএ-৫ পেয়েছে। কিন্তু তবুও তার সম্মিলিত ফলাফল জিপিএ -৫ আসে নি। পেয়েছেন ৪.৮৩। কারণ, হিসেবে এসেছে জেএসসির ফলও।
এসএসসির ফল পুনর্নিরীক্ষণ করবেন যেভাবে
এ বছর এসএসসিতে তিনটি নৈর্বচনিক বিষয়ের সাথে যোগ হয়েছে জেএসসির ফলও। একইসাথে সাবজেক্ট ম্যাপিএ- এর মাধ্যমে হিসাবে আনা হয়েছে বিভাগভিত্তিক অন্যান্য বিষয়ের ফলও।
সাদমানের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, তিনটি নৈর্বচনিক বিষয়ের বাইরে জেএসসি থেকে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শারিরীক শিক্ষা এবং ক্যারিয়ার শিক্ষার ফলাফলও যোগ করা হয়েছে। এই বিষয়গুলোতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ছাড়া অন্য সব বিষয়ে সাদমান পেয়েছে জিপিএ ৪। কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে তার জিপিএ ৩ থাকায় সম্মিলিত ফলাফলেও ফেলেছে প্রভাব। এই ফলাফলের পাশাপাশি সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এসেছে উচ্চতর গণিতের ফলও, এসেছে জিপিএ -৫। অথচ এই বিষয়টি ছিলই না জেএসসিতে। পার্থক্য তাই গড়ে দিয়েছে জেএসসির ফলও।
পরীক্ষার্থীরা বলছেন, তিন বছর আগের জেএসসির ফল এসএসসির ফলাফলের হিসেবে যুক্ত করে কার্যত পরীক্ষার্থীদের স্বপ্নকেই ধূলিসাৎ করছে। পিছিয়ে দিয়েছে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া থেকেও।