এনআইডি ছাড়া জন্মসনদ দিয়ে করোনা টিকার রেজিস্ট্রেশন | Corona vaccine registration by birth certificate | TmA
লেখা: TmA Desk
১৮ বছর বয়সী যে সকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তাদের করোনা টিকা রেজিষ্ট্রেশনের জন্য জন্মসনদ ব্যবহার করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশনের ওয়েবসাইটে গিয়ে এই রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। এই ভিডিওতে মোবাইল দিয়ে খুব সহজেই সেই পদ্ধতি দেখানো হয়েছে।
ভিডিও টিউটোরিয়াল দেখতে ইউটিউবের এই লিঙ্কটিতে ক্লিক করুন।
শুরুতে টিকার রেজিস্ট্রেশন করার জন্য ইউজিসির নির্ধারিত ওয়েবসাইটে যেতে হবে।
ওয়েবসাইটে প্রবেশ করলেই লেখা দেখবেন,
Are you vaccinated?
নিচে থাকা Yes এবং No অপশন থেকে No তে ক্লিক করুন।
এরপর আরেকটি পেইজ আসবে। লেখা থাকবে,
Do You have National Id?
নিচে থাকা Yes এবং No অপশন থেকে No তে ক্লিক করুন।
এরপর আরেকটি পেইজ আসবে। লেখা থাকবে,
Do you have Birth Certificate?
নিচে থাকা Yes এবং No অপশন থেকে Yes এ ক্লিক করুন।
এরপর যে পেইজটি আসবে সেখানে নিচের দিকে লেখা দেখবেন, Register Here. অপশনটিতে ক্লিক করুন।
পরের পেইজে Name, E-mail address, Password দিয়ে Register করুন।
এরপর ওয়েবসাইটে হোমপেইজ দেখাবে।
সেখানে আবার আগের মতো তথ্য দিন। অর্থাৎ,
লেখা দেখবেন,
Are you vaccinated?
নিচে থাকা Yes এবং No অপশন থেকে No তে ক্লিক করুন।
এরপর আরেকটি পেইজ আসবে। লেখা থাকবে,
Do You have National Id?
নিচে থাকা Yes এবং No অপশন থেকে No তে ক্লিক করুন।
এরপর আরেকটি পেইজ আসবে। লেখা থাকবে,
Do you have Birth Certificate?
নিচে থাকা Yes এবং No অপশন থেকে Yes এ ক্লিক করুন।
এরপর যে পেইজটি আসবে সেখানে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্যগুলো দিন। একইপেইজে নিচের দিকে জন্মসনদ নম্বরটি ইনপুট দিতে হবে। এরপর Submit অপশনে ক্লিক করলে টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে।
আরো ভালোভাবে বুঝতে এ সম্পর্কিত ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন -
পোস্টটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।
এনআইডি বা জাতীয় পরিচয়পত্র থাকলে ঘরে বসেই করোনা টিকার রেজিস্ট্রেশন করতে পারবেন। কীভাবে করবেন দেখুন এই পোস্টে।
Tag:
এনআইডি না থাকলেও যেভাবে পাবেন করোনার টিকা, এনআইডি ছাড়া যেভাবে কোভিড টিকা নেওয়া যাবে,
vaccine registration without nid, vaccine registration bangladesh, টিকা নিবন্ধন করার নিয়ম, টিকা নিবন্ধন, এনআইডি ছাড়া টিকা, এনআইডি ছাড়া ভ্যাকসিন, জন্ম সনদ দিয়ে টিকা নিবন্ধন, corona vaccine registration Bangladesh, এনআইডি ছাড়া টিকা নিবন্ধন করবেন যেভাবে, এনআইডি ছাড়া ভ্যাকসিন নিবন্ধন, জন্ম সনদ দিয়ে ভ্যাকসিন নিবন্ধন,