ঈদে মিলাদুন্নবী প্রবর্তন ও প্রবর্তক | TmA

 




লেখা: TmA Library Team 


আজকের বিশ্বে মুসলিম উম্মাহর অন্যতম উৎসবের দিন হচ্ছে ঈদ -ই - মিলাদুন্নবী। সারা বিশ্বের মুসুল্লিগণ অত্যন্ত জাঁকজমক, ভক্তি ও মর্যাদার সাথে আরবী বছরের তৃতীয় মাস রবিউল আওয়ালের ১২ তারিখে ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন। কিন্তু অধিকাংশ মুসলিমই ইদে মিলাদুন্নবীর উৎপত্তি ও বিকাশের সাথে সঠিকভাবে পরিচিত নন। ধোঁয়াশা আছে এই রীতি প্রচলনকারীদের নিয়েও। লেখক ড. খন্দকার আ.ন.ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর তার লেখা প্রবন্ধে এই বিষয়গুলো সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। 



এক নজরে


প্রবন্ধের নাম: ঈদ - ই - মিলাদুন্নবী প্রবর্তন ও প্রবর্তক : একটি ঐতিহাসিক পর্যালোচনা


মূল ভাষা : বাংলা


জনরা: প্রবন্ধ 


লেখক: প্রফেসর ড. খন্দকার আ.ন.ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর


প্রথম প্রকাশ: ২০১১


পৃষ্ঠা : ২৬





লেখকনামা 


ড. খন্দকার আ.ন.ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর ছিলেন একাধারে ইসলামী চিন্তাবিদ, টিভি আলোচক, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আলেম, গবেষক ও লেখক । তিনি পিস টিভি, ইসলামিক টিভি, এটিএন ও এনটিভিসহ বিভিন্ন টিভিতে ইসলামের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতেন। তার জন্ম ১৯৬১ সালের ১ ফেব্রুয়ারি ঝিনাইদহের ধোপাঘাট গোবিন্দপুর গ্রামে। তিনি ১৯৭৩ সালে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন । এরপর একই প্রতিষ্ঠান থেকে ১৯৭৫ সালে আলিম এবং ১৯৭৭ সালে ফাজিল ও ১৯৭৯ সালে হাদিস বিভাগ থেকে কামিল পাস করার উচ্চতর শিক্ষার জন্যে সৌদি আরব গমন করেন। রিয়াদে অবস্থিত ইমাম মুহাম্মাদ বিন সাঊদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৮৬ সালে অনার্স, ১৯৯২ সালে মাস্টার্স ও ১৯৯৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. জাহাঙ্গীর ছাত্র জীবনে তুখোড় মেধাবী হিসেবে পরিচত ছিলেন । রিয়াদের মুহাম্মাদ বিন সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নলে তিনি বর্তমান সৌদি বাদশা ও তৎকালীন রিয়াদের গভর্নর সালমান বিন আব্দুল আজিজের হাত থেকে পর পর দু’বার সেরা ছাত্রের পুরস্কার গ্রহণ করেন। লেখাপড়ার পাশাপাশি ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি উত্তর রিয়াদ ইসলামি সেন্টারে দাঈ ও অনুবাদক হিসেবে কর্মরত ছিলেন। লেখাপড়া শেষ করে ১৯৯৮ সালে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামি স্টাডিজ বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেন। ১৯৯৯ সালে তিনি ইন্দোনেশিয়া থেকে ইসলামি উন্নয়ন ও আরবি ভাষা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০০৯ সালে তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে প্রফেসর পদে উন্নীত হন।


একটি দেশ যেভাবে দাঁড়ায়


 কর্মজীবনে তিনি ঢাকার দারুস সালাম মাদ্রাসায় খণ্ডকালীন শায়খুল হাদিস হিসেবেও পাঠদান করতেন। বাংলা ইংরেজি ও আরবি ভাষায় সমাজ সংস্কার, গবেষণা ও শিক্ষামূলক প্রায় অর্ধশত গ্রন্থ গ্রন্থ রচনা করেছেন তিনি। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ইংরেজি ভাষায় A Woman From Desert (1995), Guidance For Fasting Muslims 1997), A Summary of Three Fundamentals of Islam (1997); আরবি ভাষায় লিখিত ‘আদাবুল হাদিস’ (২০০৭); বাংলায় রোযা (১৯৯৫), ইসলামের তিন মূলনীতি (১৯৯৭), একজন জাপানি নারীর দৃষ্টিতে হিজাব, ইসলামের নামে জঙ্গিবাদ, এহইয়াউস সুনান, কোরআন সুন্নাহর আলোকে পোশাক প্রভৃতি । এ ছাড়া তিনি মুসনাদে আহমাদসহ বেশ কয়েকটি গ্রন্থ অনুবাদ করেছেন। ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন। 



কেন পড়া উচিত প্রবন্ধ টি? 

রবিউল আউয়াল যেমন রাসূল (সাঃ) এর জন্ম মাস,  একইভাবে এই মাসেই রাসূল (সাঃ) এর মৃত্যু ঘটে। তাই এই মাস একই সাথে রাসূলের আগমন উপলক্ষে আনন্দের উপলক্ষ হয়েছে এবং তাঁর মৃত্যু শোকের ছায়া এনেছে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে। তাই ঈদে মিলাদুন্নবী দিবস আনন্দের উপলক্ষ হিসেবে উদযাপন হবে নাকি শোকের উপলক্ষ হিসেবে উদযাপন হবে তা নিয়েই বিভক্তি দেখা গেছে আমল ওলামাদের মধ্যেই। ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর তার প্রবন্ধে এই বিষয়টিই বিশ্বস্ত সূত্রের বরাতে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। 


প্রবন্ধটিকে তিনটি অংশে বিভক্ত করা হয়েছে। 


১। ঈদে মিলাদুন্নবী : পরিচিতি

ক. মীলাদ শব্দের অর্থ ও ব্যাখ্যা

খ. মীলাদ বা রাসূল (সাঃ) এর জন্মদিন


২। মিলাদুন্নবী বা রাসূল (সাঃ) এর জন্মদিবস পালন বা উদযাপন 

ক. পূর্ব কথা

খ. ঈদে মিলাদুন্নবী উদযাপন : প্রাথমিক প্রবর্তন ও সীমিত উদযাপন 

গ. ঈদে মিলাদুন্নবীর প্রাথমিক উদযাপন : যুগ ও প্রবর্তক পরিচিতি 

ঘ. ঈদে মিলাদুন্নবীর প্রাথমিক উদযাপন : অনুষ্ঠান পরিচিতি 


৩। ঈদে মিলাদুন্নবীর উদযাপন : প্রকৃত প্রবর্তন ও ব্যাপক উদযাপন 

ক. যুগ পরিচিতি: হিজরী ৬ষ্ঠ ও ৭ম শতক

খ. প্রবর্তক : ব্যক্তি ও জীবন

গ. প্রথম মিলাদ গ্রন্থ লেখক: ব্যক্তি ও জীবন


উপসংহার 


প্রবন্ধটি দেশি বিদেশী আলেম ও বিশ্বস্ত গ্রন্থের সূত্রের সাহায্যে রচনা করায় এর গ্রহণযোগ্যতা বেড়েছে বহুগুণ। 







চলুন, তাহলে পড়া যাক সেই প্রবন্ধ। 



TmA রেটিং! 







প্রবন্ধটি পড়তে চান?  


>> বাংলা অনুবাদ ডাউনলোড লিংক : 

TmA Library 


কেমন লাগলো বইটি পড়ে? এই বইটি সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে পারেন ফেসবুকে মেসেজ  দিয়ে। 






এই বিভাগের লেখা নিয়মিত পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেইজে । 

ট্যাগ: ঈদে মিলাদুন্নবী নামাজ,সকল ঈদের সেরা ঈদ,মিলাদুন্নবী (সা.),tma,tmabd,১২ রবিউল আউয়াল,ঈদে মিলাদুন্নবী কি ও কেন,ঈদে মিলাদুন্নবী সম্পর্কে হাদিস, ঈদে মিলাদুন্নবী কি বিদাত,ঈদে মিলাদুন্নবী ২০২১ কত তারিখ,