গুচ্ছ পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ শুরু হচ্ছে | GST Re-scrutiny | TmA

 


গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার 'এ' এবং ‘বি’ ইউনিটের (মানবিক বিভাগ) পরীক্ষা শেষে ইতোমধ্যেই ফলাফল ঘোষণা করা হয়েছে। 



তবে ফলাফলে সন্তুষ্ট হতে চাইছে না অনেক পরীক্ষার্থী। কাঙ্ক্ষিত নাম্বার না পেয়ে ফলাফলে অসঙ্গতির অভিযোগ এনে প্রকাশ্যে এডমিট কার্ড পোড়ানোর ঘটনাও ঘটেছে। শিক্ষার্থীদের অসন্তোষ বিবেচনায় নিয়েছেন ভর্তি কমিটি। এজন্য পুনঃনিরীক্ষার সুযোগ মিলবে পরীক্ষার্থীদের। 

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি



শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, অনেকেরই ভরাটকৃত প্রশ্নের সাথে ফলাফলের মিল নেই। আবার প্রশ্ন ভরাটের চাইতে বেশি নাম্বার পেয়েছেন বলেও অভিযোগ করছেন কেউ কেউ।


একটা সিটের আকাঙ্খা : ভাগ্য যেভাবে সাহায্য করেছিল আমায়


তবে এমন দাবি মানতে নারাজ ভর্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলছেন, অনেক শিক্ষার্থী ওএমআর পূরণ করতে ভুল করে। অর্ধেক ভরাট, অস্পষ্ট হলে কম্পিউটারে সেটা রিড করে না। এখানে ওএমআর সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে রিড হয়, তাই ফলাফল ভুল হওয়ার প্রশ্নই আসে না।


তবু পরীক্ষার্থীদের অসন্তোষ ও দ্বিধা দূর করতে ফলাফল চ্যালেন্জের সুযোগ মিলবে বলে জানিয়েছেন তিনি। 


মোঃ ওহিদুজ্জামান বলছেন, এরপরও যারা চ্যালেঞ্জ করতে চায়, বানিজ্য অনুষদের পরীক্ষার পর আমরা একটা নোটিশ দিবো। নির্ধারিত ফি দিয়ে শিক্ষার্থীরা পুনরায় ফলাফল চেক করতে পারবে।


বাণিজ্য অনুষদ অর্থাৎ 'সি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে পহেলা নভেম্বর। 


টেকনিক্যাল কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, যাদের ফল নিয়ে সমস্যা মনে হচ্ছে তাদের আমরা ফল পুনর্নিরীক্ষার আবেদন করার। এক্ষেত্রে শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট আবেদন ফি জমা দিতে হবে। এটি শিক্ষার্থীদের সাধ্যের মধ্যেই রাখা হবে।