বিনামূল্যে কৃত্রিম পা লাগানো নিয়ে ভুয়া পোস্ট ভাইরাল? | Prosthetic leg attachment | TmA


 

বিনামূল্যে কৃত্রিম পা লাগানো নিয়ে ভুয়া পোস্ট ভাইরাল? | Prosthetic leg attachment | TmA


“পঙ্গু হাসপাতালে বিনামূল্যে কৃত্রিম পা দেওয়া হচ্ছে” এমন তথ্য উল্লেখ করে একটি পোস্ট গত কয়েকদিন ধরে কপি-পেস্ট করে ফেসবুকের অসংখ্য আইডি ও পেইজ থেকে পোস্ট/শেয়ার করে ভাইরাল করা হচ্ছে। 


ভাইরাল হওয়া পোস্টটিতে লেখা রয়েছে- 


বিনামূল্যে ঢাকার পংগু হাসপাতালে কৃত্রিম পা সংযোজন (১৫ অক্টোবর পর্যন্ত)

     সংবাদ টি পরিচিতি জন কে বলুন। , যদি কারো উপকার হয়।। 

বিনামূল্যেঃ

যদি কারো পরিচিত এমন কেউ থাকে যার হাটুর উপরে অথবা নিচের দিকে পা কাটা আছে, তাকে অবশ্যই "পঙ্গু হাসপাতাল (NITOR) এর ৩য় তলায় (শ্যামলী, ঢাকা)" এসে যোগাযোগ করতে বলবেন। সেখানে বিনামূল্যে কৃত্রিম পা লাগানো হবে।


এজন্য বিদেশ থেকে বিশেষজ্ঞরা এসেছেন এবং ১৫ অক্টোবর পর্যন্ত থাকবেন।


যদি কারো পরিচিত জনের এই সমস্যা থাকে তাহলে অতি দ্রুত সেবাটি গ্রহণের অনুরোধ জানাচ্ছি।


আপনার এটুকু তথ্য হয়তো কোন এক প্রতিবন্ধীর জন্য তার পা হারানোর বেদনা হতে ক্ষাণিক পরিত্রাণ পেতে সাহায্য করবে। 



গত কয়েকদিনই নয়, গেল কয়েক বছর ধরেই একই পোস্ট নিয়মিত বিরতিতে শেয়ার হচ্ছে সামাজিক মাধ্যমে। বিষয়টির সতত্য খতিয়ে দেখেছে TmA। 


২০১৭ সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে একটি বেসরকারির সংস্থার সহায়তায় বিনামূল্যে কৃত্রিম পা সংযোজনের একটি কর্মসূচী হাতে নেওয়া হয়েছিলো যার মেয়াদ ছিল ওই বছরের ১৫ ই অক্টোবর পর্যন্ত। মূলত সেই সময়ে ফেসবুকে ভাইরাল হওয়া বিনামূল্যে কৃত্রিম পা সংযোজনের তথ্যটিই এখন পুনরায় কপি-পেস্ট করে ভাইরাল করা হচ্ছে।


তবে এর আগে থেকেই, নির্দিষ্ট করে বললে ২০১৩ সাল থেকে বিভিন্ন দেশের অনুদানের মাধ্যমে পঙ্গু হাসপাতালে কৃত্রিম পা সংযোজনের কার্যক্রম চলে আসছিলো। 


তবে, বর্তমানে পঙ্গু হাসপাতালে এরকম কোনো সেবা চালু নেই বলে পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ।


সুতরাং, এ বছর পঙ্গু হাসপাতালে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন করে দেয়ার তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।




tags: কৃত্রিম পায়ের দাম,কৃত্রিম পা সংযোজন কেন্দ্র,বিনামূল্যে কৃত্রিম পা, tma,tmabd,