এসএসসি প্রস্তুতি জীববিজ্ঞান বহুনির্বাচনি | SSC Final Biology MCQ | TmA

 


২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য চূড়ান্ত প্রস্তুতির প্রথম পর্বে আপনাকে স্বাগত। এই পর্বে থাকছে জীববিজ্ঞান বহুনির্বাচনি (MCQ) প্রশ্নের পরীক্ষা৷ 




পদার্থবিজ্ঞান জ্ঞানমূলক পরীক্ষার লিঙ্ক এখানে


বাকি পরীক্ষার সময়সূচি দেখে নিন এখান থেকে। 



শ্নসংখ্যা ২৫ টি। 

° প্রত্যেক প্রশ্নের মান ১ 

° মোট নম্বর ২৫ 

° সময় ২৫ মিনিট 

° সকল প্রশ্নের উত্তর দিতে হবে। 

° পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা জরুরি। অসদুপায় অবলম্বন নিজের প্রস্তুতিকেই প্রশ্নবিদ্ধ করবে। 


° শিক্ষার্থী নিজ দায়িত্বে সময়ের প্রতি খেয়াল রেখে পরীক্ষায় অংশ নেবে। 





পরীক্ষা সম্পন্ন হওয়ার পর উত্তর মিলিয়ে নিন। 

সমাধান