এসএসসি প্রস্তুতি জীববিজ্ঞান বহুনির্বাচনি সমাধান | SSC Final Biology MCQ Solution | TmA

 



২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য চূড়ান্ত প্রস্তুতির প্রথম পর্বে আপনাকে স্বাগত। এই পর্বে থাকছে জীববিজ্ঞান বহুনির্বাচনি (MCQ) প্রশ্নের পরীক্ষার সমাধান। 


প্রশ্ন লিন্ক


সমাধান

 ১. দুই মোল ATP অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলোক্যালরি শক্তি জমা থাকতে পারে? 

ক.  7.3 

খ. 3.65

গ. 14.6

ঘ. 30.55


২. সালোকসংশ্লেষণে কী পরিমাণ পানি প্রয়োজন হয়?

ক. ৩ অণু

খ. ৬ অণু

গ. ১২ অণু

ঘ. ৪ অণু


জীববিজ্ঞান : শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ সাজেশন


৩. কোষ কী ধরণের পর্দা দিয়ে আবৃত? 

ক. অভেদ্য 

খ. অর্ধভেদ্য

গ. বৈষম্যভেদ্য

ঘ. প্রজাতি ভেদে নির্ভরশীল



৪. বয়সন্ধিকালের কত সময় পর মেয়েরা প্রজনন ক্ষমতা লাভ করে?

ক. ৫-৬ মাস

খ. ১-২ বছর

গ. ১.৫ - ২ বছর

ঘ. সাড়ে তিন বছর পর



৫.পানিতে সালোকসংশ্লেষণ হার বেশি কেন? 

ক. ক্লোরোফিলের তারতম্য 

খ.পানির প্রাচুর্য 

গ. কার্বন ডাই-অক্সাইড কম

ঘ. কার্বন ডাই-অক্সাইড বেশি 


৬.আদিকোষের ক্রোমোজোমে কী থাকে?

ক. RNA

খ. DNA

গ. কেবল DNA

ঘ. ক ও খ 



৭.প্রজাতিভেদে ক্রোমোজোম সংখ্যা সর্বোচ্চ হতে পারে- 

ক. ২২ জোড়া

খ. ২৩ জোড়া

গ. ৮০০ জোড়া

ঘ. ১৬০০ জোড়া


৮. জীবনের সূত্রপাত ঘটিয়েছিল কারা?

ক. নিউক্লিওপ্রোটিন অণু

খ. নিউক্লিক এসিড

গ. অ্যামাইনো এসিড

ঘ. অক্সিজেন অণু 


৯. কোনটি বিভাজনে জীবদেহ গঠিত হয়?

ক. কোষ

খ. গ্যামেটোফাইট

গ. ডিম্বাণু

ঘ. জাইগোট


১০. অটোসোম কী?

ক. মা বাহক

খ. বাবা বাহক

গ. বাবা-মা উভয়ই বাহক

ঘ. মা-বাবার যে কোনো একজন আক্রান্ত 


১১. কোন ক্রম ধারাটি সঠিক? 

ক. ব্রঙ্কিওল, ব্রঙ্কাস, অ্যালভিওলাই

খ. গলবিল, ল্যারিংস, ট্রাকিয়া

গ. ইউরেটার, মূত্রনালি, মূত্রথলি

ঘ. ইলিয়াম, পায়ুছিদ্র, মলাশয়


| এসএসসি সকল বিষয়ের প্রশ্ন সমাধান 


১২. পুরুষদের মধ্যে কালার ব্লাইন্ড হওয়ার হার কত? 

ক. ১%

. ১০%

গ. ১৫ %

ঘ. ৫-৮ %


১৩. ডিনএ কাটা হয় কী দিয়ে?

ক. রেস্ট্রিকশন এনজাইম 

খ. অরলাইনিং এনজাইম 

গ. লাইগেজ এনজাইম 

ঘ. প্রোটিন 


১৪. পানির ফটোলাইসিসে কী উৎপন্ন হয় না? 

ক. ইলেকট্রন 

খ. কার্বন ডাই-অক্সাইড 

গ. অক্সিজেন 

ঘ. হাইড্রোজেন 



১৫. কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয়?

ক. ৬৮০ nm

খ. ৫২০ nm

গ. ৩৮০ nm

ঘ. ৪৮০-৬৮০ nm



১৬.ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না -

ক. ফার্ণ

খ. নগ্নবীজী

গ. দ্বিবীজপত্রী 

ঘ. একবীজপত্রী 



১৭. স্ত্রী গ্যামেটোফাইট উৎপত্তির ৭ম ধাপে কয়টি ডিম্বাণু দেখা যায়? 

ক. দুই

খ. চার

গ. আটটি 

ঘ.ছয়টি



১৮. সরিষা -

ক. বায়ু পরাগী

খ. পতঙ্গ পরাগী

গ. প্রাণী পরাগী

ঘ. কোনটিই নয়



১৯. ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নয় কোনটি? 

ক. কোষকঙ্কাল

খ. কোষ গহ্বর 

গ. রাইবোজোম 

ঘ. সেন্ট্রোজোম 


২০. এক গুচ্ছ ফুল- 

ক. ধুতুরা

খ. শিমুল 

গ. মটর

ঘ. জবা



২১. ক্রোমাটিন জালিকাকে কখন সূক্ষ্ম সুতার মতো দেখা যায়?

ক. কোষ বিভাজনকালে

খ. কোষ বিভাজন না চলা অবস্থায় 

গ. সর্বোচ্চ সক্রিয় থাকাকালীন 

ঘ. সেকেন্ডারি নিউক্লিয়াস গঠনকালে


২২.রেয়ন কোন সামগ্রী হিসেবে কাজে লাগে?

ক. বস্ত্র

খ.আসবাব

গ. শিল্প

ঘ. ওষুধ 



২৩. সবাত ও অবাত শ্বসনে শক্তি উৎপাদনের পার্থক্য কত? 

ক. ৪৮০ কিলোক্যালরি

খ. ৫৮৫ কিলোক্যালরি

গ. ৬৮৬ কিলোক্যালরি

ঘ. ৬৩০ কিলোক্যালরি


২৪. সরলতর জীব কোনগুলো? 

ক. ছত্রাক ও প্রোটোজোয়া 

খ. ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া 

গ.  ব্যাকটেরিয়া ও ছত্রাক

ঘ. সালমোনেলা ও নীলাভ সবুজ শৈবাল 


২৫. কোন উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলেম কলায় ট্রাকিড দেখা যায়? 

ক. ফার্ণ

খ. নগ্নবীজী

গ. আবৃতবীজী

ঘ. সবগুলো