এসএসসি পরীক্ষা ৩২ নম্বরে | মানবন্টন প্রকাশ | SSC marks distribution | TmA

 



এসএসসি পরীক্ষা ৩২ নম্বরে | মানবন্টন প্রকাশ | SSC marks distribution | TmA 


এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৪ নভেম্বর থেকে। গেল ফেব্রুয়ারিতে এই পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়। কমানো হয় বিষয় সংখ্যাও৷ এ বছর প্রতিটি বিভাগে তিনটি বিষয়ে পরীক্ষা হওয়ার কথা রয়েছে। গেল সপ্তাহে রুটিন প্রকাশ হওয়ার পর গতকাল নম্বর বিভাজন প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড৷ 


বিজ্ঞান বিভাগে যে বিষয়গুলোয় পরীক্ষা হবে - পদার্থ বিজ্ঞান, রসায়ন , জীব বিজ্ঞান /উচ্চতর গণিত৷  


বিজ্ঞান বিভাগের চূড়ান্ত প্রস্তুতির জন্য এখান থেকে  এ বছরের সিলেবাসের আলোকে মডেল টেস্ট দিতে পারেন।  


ব্যবসায় শিক্ষা বিভাগে যে বিষয়গুলোয় পরীক্ষা হবে - হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং। 


মানবিক বিভাগে যে বিষয়গুলোয় পরীক্ষা হবে -

বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি। 


বিজ্ঞান বিভাগের নম্বর বিভাজন যেভাবে


বিজ্ঞপ্তি অনুযায়ী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ০৮ টি রচনামূলক প্রশ্ন থেকে ০২ টি উত্তর দিতে হবে। প্রতিটি রচনামূলক প্রশ্নের মান ১০। এছাড়া ২৫ টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থেকে ১২ টি উত্তর 

উত্তর দিতে হবে। প্রতিটির মান ১। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ১ ঘন্টা ৩০ মিনিটে ৩২ নম্বরের পরীক্ষা হবে। 




ব্যবসায় শিক্ষা বিভাগের নম্বর বিভাজন যেভাবে


বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ১১ টি রচনামূলক প্রশ্ন থেকে ০৩ টি উত্তর দিতে হবে। প্রতিটি রচনামূলক প্রশ্নের মান ১০। এছাড়া ৩০ টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থেকে ১৫ টি উত্তর 

উত্তর দিতে হবে। প্রতিটির মান ১। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ১ ঘন্টা ৩০ মিনিটে ৪৫ নম্বরের পরীক্ষা হবে। 




মানবিক বিভাগের নম্বর বিভাজন যেভাবে


বিজ্ঞপ্তি অনুযায়ী মানবিক বিভাগের শিক্ষার্থীদের ১১ টি রচনামূলক প্রশ্ন থেকে ০৩ টি উত্তর দিতে হবে। প্রতিটি রচনামূলক প্রশ্নের মান ১০। এছাড়া ৩০ টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থেকে ১৫ টি উত্তর 

উত্তর দিতে হবে। প্রতিটির মান ১। মানবিক বিভাগের শিক্ষার্থীদের ১ ঘন্টা ৩০ মিনিটে ৪৫ নম্বরের পরীক্ষা হবে। 



বিজ্ঞান বিভাগের মূল্যায়ন যেভাবে 


বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট ১০০ নম্বরেই মূল্যায়ন করা হবে। এক্ষেত্রে রচনামূলক অংশে যে দুইটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে সেখান থেকে আসবে ২০ নম্বর। এই ২০ নম্বরকে ৫০ নম্বরে উন্নীত করা হবে। অর্থাৎ ২০ এর মধ্যে আপনার প্রাপ্ত নম্বরকে ২.৫ দিয়ে গুণ করা হবে। 

একইভাবে নৈর্ব্যক্তিক বা এমসিকিউ অংশের ১২ নম্বরকে ২৫ নম্বরে উত্তীর্ণ করা হবে। অর্থাৎ ১২ এর মধ্যে আপনার প্রাপ্ত নম্বরকে ২.০৮৩ দিয়ে গুণ করা হবে। লিখিত পরীক্ষা থেকে এভাবে ৭৫ নম্বর হিসাব করা হবে। বাকি ২৫ নম্বর হিসাব হবে ব্যবহারিক খাতা থেকে। 


এসএসসি ব্যবহারিক সমাধান দেখে নিতে পারেন এই লিন্কগুলো থেকে - পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীব বিজ্ঞান এবং উচ্চতর গণিত




ব্যবসায় শিক্ষা বিভাগের মূল্যায়ন যেভাবে 


ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মোট ১০০ নম্বরেই মূল্যায়ন করা হবে। এক্ষেত্রে রচনামূলক অংশে যে তিনটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে সেখান থেকে আসবে ৩০ নম্বর। এই ৩০ নম্বরকে ৭০ নম্বরে উন্নীত করা হবে। অর্থাৎ ৩০ এর মধ্যে আপনার প্রাপ্ত নম্বরকে ২.৩৩ দিয়ে গুণ করা হবে। 

একইভাবে নৈর্ব্যক্তিক বা এমসিকিউ অংশের ১৫ নম্বরকে ৩০ নম্বরে উত্তীর্ণ করা হবে। অর্থাৎ ১৫ এর মধ্যে আপনার প্রাপ্ত নম্বরকে ২ দিয়ে গুণ করা হবে। লিখিত পরীক্ষায় এভাবেই ১০০ নম্বর হিসাব করা হবে। 



মানবিক বিভাগের মূল্যায়ন যেভাবে 


মানবিক বিভাগের শিক্ষার্থীদের মোট ১০০ নম্বরেই মূল্যায়ন করা হবে। এক্ষেত্রে রচনামূলক অংশে যে তিনটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে সেখান থেকে আসবে ৩০ নম্বর। এই ৩০ নম্বরকে ৭০ নম্বরে উন্নীত করা হবে। অর্থাৎ ৩০ এর মধ্যে আপনার প্রাপ্ত নম্বরকে ২.৩৩ দিয়ে গুণ করা হবে। 

একইভাবে নৈর্ব্যক্তিক বা এমসিকিউ অংশের ১৫ নম্বরকে ৩০ নম্বরে উত্তীর্ণ করা হবে। অর্থাৎ ১৫ এর মধ্যে আপনার প্রাপ্ত নম্বরকে ২ দিয়ে গুণ করা হবে। লিখিত পরীক্ষায় এভাবেই ১০০ নম্বর হিসাব করা হবে। 


tags: এসএসসি নম্বর হিসাব,এসএসসির নম্বর বন্টন,এসএসসি কত নম্বরে,এসএসসির মূল্যায়ন,এসএসসি ২০২১,ssc marks distribution,tma,tmabd,science marks distribution,arts marks distribution,business marks distribution,