Composition: Impact of natural disasters on our economy | Bangladesh | TmA

 


A natural disaster is a type of natural phenomenon that causes socio-economic damage to people. Bangladesh is one of the countries at risk of natural disasters and economic crisis. The region has seen an increase in natural disasters such as floods, droughts and earthquakes in the past few years. This has increased the economic crisis. 


Bangladesh is a country, due to its geographical location, where natural disasters occur regularly. The people of this country are struggling with various kinds of natural disasters. Disasters are also affecting our economy. People are losing their homes and land, and are suffering financially. The government is also in a difficult situation with the budget while keeping a separate allocation for disasters.


In the next seven years from 2014, Bangladesh suffered economic losses of 4,120 million dollars due to various disasters including floods, river erosion, cyclones etc. From 2021 to 2025, the economic loss of Bangladesh due to disasters will be at least 337.94 million dollars. 


Being an agricultural country, Bangladesh suffers the most damage due to natural disasters in the agricultural sector. Fields submerged under floodwaters result in catastrophic crop losses. Due to natural disasters, the production of rice in the country is decreasing day by day. Disasters cause many problems in rice pollination and disrupt production. Agricultural soil salinity is increasing in coastal areas. Crop production is also decreasing day by day. If the salinity of agricultural land continues to increase, agricultural income will decrease by 21 percent annually and 40 percent of agricultural land in coastal areas will be threatened. There is a risk of displacement of 240,000 farmers. Apart from rice, the production of other crops such as jute, wheat are also declining in the country. Its main causes are cyclones, storms, flash floods etc. This is reducing their per capita income. 


Another major sector in the economy of Bangladesh is the fisheries sector. Fish production is under threat due to increase in temperature and various natural disasters. Fish production is greatly reduced. As a result, the income from the fisheries sector is decreasing and it is affecting the fishermen, whose livelihood is mainly dependent on fishing. As foreign exportable products like shrimp cannot be produced according to demand, people's income is decreasing, and the government is also facing financial loss.


Due to natural disasters, the people of river banks and coastal areas are the most affected. Their houses and crops go under water. As a result, they face a big financial crisis. Similarly, the government also faced financial loss due to the damage of various government buildings including school buildings.


Due to the frequent occurrence of natural disasters, people are losing everything and becoming helpless. The government has to spend a lot of money to rehabilitate them. This is increasing the budget deficit and hampering many important development activities. Many people are leaving their local areas and moving to big cities, especially Dhaka, in search of work. By this, economic inequality is also appearing.


There is no way to get rid of Bangladesh from natural disasters Therefore, in order to overcome the financial loss caused by these disasters, the related preparations must be completed before the disaster. It is possible to reduce the amount of financial loss to a large extent. 


Total Words: 544

Para: 08 (Eight)


অনুবাদ >>



বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব


প্রাকৃতিক দুর্যোগ হল এক ধরনের প্রাকৃতিক ঘটনা যা মানুষের আর্থ-সামাজিক ক্ষতি করে। প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এই অঞ্চলে গত কয়েক বছরে বন্যা, খরা এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। এতে অর্থনৈতিক সংকট আরও বেড়েছে।


ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ ঘটে। নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করছে এদেশের মানুষ। দুর্যোগ আমাদের অর্থনীতিতেও প্রভাব ফেলছে। মানুষ তাদের বাড়িঘর ও জমি হারিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় আলাদা বরাদ্দ রাখতে গিয়ে বাজেট নিয়েও কঠিন পরিস্থিতিতে পড়েছে সরকার।


২০১৪ সাল থেকে পরবর্তী সাত বছরে, বন্যা, নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড় ইত্যাদি সহ বিভিন্ন দুর্যোগের কারণে বাংলাদেশের ৪,১২০ মিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দুর্যোগের কারণে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি হবে কমপক্ষে ৩৩৭.৯৪ মিলিয়ন ডলার।


কৃষিপ্রধান দেশ হওয়ায় কৃষি খাতে প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় বাংলাদেশ। বন্যার পানিতে তলিয়ে যাওয়া মাঠগুলো ফসলের বিপর্যয় ঘটায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশে ধানের উৎপাদন দিন দিন কমছে। দুর্যোগ ধানের পরাগায়নে অনেক সমস্যা সৃষ্টি করে এবং উৎপাদন ব্যাহত করে। উপকূলীয় এলাকায় কৃষি জমির লবণাক্ততা বাড়ছে। ফসলের উৎপাদনও দিন দিন কমছে। কৃষি জমির লবণাক্ততা বাড়তে থাকলে বছরে কৃষি আয় ২১ শতাংশ হ্রাস পাবে এবং উপকূলীয় অঞ্চলের ৪০ শতাংশ কৃষি জমি হুমকির মুখে পড়বে। ২ লক্ষ ৪০ হাজার কৃষকের বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকি রয়েছে। দেশে ধান ছাড়াও পাট, গমের মতো অন্যান্য ফসলের উৎপাদনও কমছে। এর প্রধান কারণ ঘূর্ণিঝড়, ঝড়, আকস্মিক বন্যা ইত্যাদি। এতে তাদের মাথাপিছু আয় কমে যাচ্ছে।


বাংলাদেশের অর্থনীতিতে আরেকটি বড় খাত হচ্ছে মৎস্য খাত। তাপমাত্রা বৃদ্ধি ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে মৎস্য উৎপাদন হুমকির মুখে পড়ছে। মাছের পোনা উৎপাদন অনেক হ্রাস পায়। এর ফলে মৎস্য খাত থেকে আয় কমে যাচ্ছে এবং এর প্রভাব পড়ছে মৎস্যজীবীদের ওপর, যাদের জীবিকা মূলত মাছ ধরার ওপর নির্ভরশীল। চিংড়ির মতো বিদেশি রপ্তানিযোগ্য পণ্য চাহিদা অনুযায়ী উৎপাদন না করতে পারায় আয় কমছে মানুষের, আর্থিক ক্ষতিতে পড়ছে সরকারও। 


প্রাকৃতিক দুর্যোগের কারণে নদী তীরবর্তী এবং উপকূলীয় এলাকার মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন। তাদের বাড়ি এবং ফসলি জমি পানির নিচে চলে যায়। ফলে বড় ধরণের আর্থিক সংকটে পড়েন তারা। একইভাবে স্কুল ভবনসহ সরকারি বিভিন্ন স্থাপনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারও বেকায়দায় অবস্থায় পড়েন। 


ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়ায় মানুষ তাদের সব কিছু হারিয়ে সহায়-সম্বলহীন হয়ে পড়ছে। এতে তাদের পুনর্বাসন করতে সরকারকে অনেক অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে বাজেটে ঘাটতির পরিমাণ বেড়ে যাচ্ছে এবং অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। অনেক মানুষ কাজের সন্ধানে নিজ এলাকা ছেড়ে বড় শহরে, বিশেষ করে ঢাকায় পাড়ি জমাচ্ছে। এতে করে অর্থনৈতিক বৈষম্যও দেখা দিচ্ছে। 


প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে বাংলাদেশের নিস্তার পাওয়ার উপায় নেই৷ তাই এসব দুর্যোগের ফলে আর্থিক যে ক্ষতি হয়, তা কাটিয়ে উঠতে দুর্যোগের পূর্বেই এ সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করতে হবে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ অনেকাংশে কমানো সম্ভব।