মশলার যুদ্ধ - সপ্তাহের বই | Moslar Juddho | TmA

 


লেখা: TmA Library Team  


সপ্তাহের বই ক্যাটাগরির এই পর্বে TmA এর পক্ষ থেকে আলোচনা করা হলো সত্যেন সেন রচিত বই 'মশলার যুদ্ধ'। আশা করি আপনাদের ভালো লাগবে। 


এক নজরে


বইয়ের নাম: মশলার যুদ্ধ 


মূল ভাষা : বাংলা


জনরা: ইতিহাস


লেখক: সত্যেন সেন


প্রথম প্রকাশ: ১৯৬৯


প্রকাশনী : মুক্তধারা 


 পৃষ্ঠা : ৬৪


মূল্য : ১২৫ টাকা



লেখকনামা 


নাম: সত্যেন সেন। 


জন্ম : ২৮ মার্চ ১৯০৭

বিক্রমপুর (বর্তমান মুন্সীগঞ্জ জেলা)।


মৃত্যু : ৫ জানুয়ারি ১৯৮১

শান্তিনিকেতন পশ্চিমবঙ্গ ভারত। 


পরিচিতি : প্রগতি লেখক ও শিল্পী সংঘ উদীচী সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা, ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী, সাহিত্যিক এবং শ্রমিক-সংগঠক। 


সাহিত্য কর্ম : ভোরের বিহঙ্গী (১৯৫৯),রুদ্ধদ্বার মুক্ত প্রাণ (১৯৬৩),অভিশপ্ত নগরী(১৯৬৯),গ্রামবাংলার পথে পথে (১৯৬৬),আমাদের পৃথিবী (১৯৬৮),এটোমের কথা(১৯৭০),জীববিজ্ঞানের নানা কথা (১৯৭৭), পাতাবাহার (১৯৬৮) । 


স্বীকৃতি : আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৯), বাংলা একাডেমি পুরস্কার (১৯৭০), সাহিত্য মরণোত্তর একুশে পদক (১৯৮৬)। 



কেন পড়া উচিত বইটি? 


মধ্যযুগের পৃথিবীর বিভিন্ন পরাশক্তির চোখ ছিল ভারতবর্ষের মসলার দিকে। সত্যেন সেনের মসলার যুদ্ধ সেইসব দিনের কথা। সহজিয়া ভাষায় শক্তিশালী ইতিহাসের গল্প।


খাবারকে সুস্বাদু করতে ব্যবহৃত হয় মসলা। খাবারকে সুস্বাদু করা সেই মসলার যে এত ঝাঁজ, এই বই না পড়লে জানতেই পারতাম না!

মধ্যযুগে এই মসলা পাওয়া যেত শুধু প্রাচ্যে---নির্দিষ্ট করে বললে ভারতীয় ও পূর্বভারতীয় দ্বীপপুঞ্জে। পাশ্চাত্যে মসলার ব্যাপক চাহিদার কারণে শুধু মসলার ব্যবসা করেই সমৃদ্ধিতে ফুলে-ফেঁপে উঠেছিল এই অঞ্চল। মসলার বাণিজ্য নিয়ন্ত্রণ মুঠোয় পোরার জন্য উঠেপড়ে লেগেছিল পাশ্চাত্যের অর্থলোলুপ শাসক-বেণিয়ারা।

এই মসলার সূত্রেই ঔপনিবেশিকতার সূচনা হয় ভারতবর্ষে। প্রাণ হারায় হাজার-হাজার নিরীহ মানুষ। প্রথমে এল পর্তুগিজরা, তারপর ওলন্দাজরা। তাদের পথ ধরে এরপর এল ব্রিটিশরা। এদের আগমনের সাথে জড়িয়ে আছে প্রবঞ্চনা, অন্যায়, নির্যাতনের ইতিহাস। হারিয়ে যাওয়া সেই সময়ের কথা ইতিহাসের গলিঘুপচি খুঁজে তুলে এনেছেন সত্যেন সেন।


কলোনিয়াল ইতিহাস এতদিন ভাস্কো দা গামা'র মতো যেসব তস্করদের নায়ক(!!) হিসেবে দেখিয়ে এসেছে, তাদের সত্যিকারের বীভৎস, নোংরা চেহারাটা তুলে ধরেছে ছোট্ট, সুলিখিত, তথ্যে ভরপুর এই বইটি। (মারুফ হোসেন) 


চলুন, তাহলে পড়া যাক সেই বই। 



TmA রেটিং! 


প্রচ্ছদ: ৮.৫


নামকরণ : ৯


লেখকের দক্ষতা : ৮.৫


কনটেন্ট : ৮.৫


ব্যাকরণগত ভুল : ৮.৫


সম্মিলিত স্কোর : ৮.৬




বইটি পড়তে চান?  


মূল বইটি ক্রয়ের লিংক:


 >> রকমারি: এখানে। 


 

 ডাউনলোড লিংক : 


TmA Library 



কেমন লাগলো বইটি পড়ে? এই বইটি সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে পারেন ফেসবুকে মেসেজ  দিয়ে। 




আরো রিভিউ: থিংক অ্যান্ড গ্রো রিচ 



tags: tma,tmabd blog,মশলার যুদ্ধ pdf, মশলার যুদ্ধ সত্যেন সেন,moslar juddho pdf,মসলার যুদ্ধ রিভিউ,মসলার যুদ্ধ by Satyen Sen,