গুচ্ছ পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ করা যাবে যেভাবে TmA

 



গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার 'এ' এবং ‘বি’ ইউনিটের (মানবিক বিভাগ) পরীক্ষা শেষে ইতোমধ্যেই ফলাফল ঘোষণা করা হয়েছে। 



তবে ফলাফলে সন্তুষ্ট হতে চাইছে না অনেক পরীক্ষার্থী। কাঙ্ক্ষিত নাম্বার না পেয়ে ফলাফলে অসঙ্গতির অভিযোগ এনে প্রকাশ্যে এডমিট কার্ড পোড়ানোর ঘটনাও ঘটেছে। শিক্ষার্থীদের অসন্তোষ বিবেচনায় নিয়েছেন ভর্তি কমিটি। এজন্য পুনঃনিরীক্ষার সুযোগ মিলছে পরীক্ষার্থীদের। 

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি


গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল পুনর্নিরীক্ষার আবেদন আগামীকাল রোববার (৭ নভেম্বর) থেকে শুরু হবে। শিক্ষার্থীরা দুই হাজার টাকা ফি পরিশোধের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন।


পুনঃনিরীক্ষণ শেষে শুধুমাত্র ফলাফল পরিবর্তন হলে সমুদয় টাকা ফেরত দেয়া হবে।


ফল পুনর্নিরীক্ষার আবেদনের সময়সীমা ৭ নভেম্বর দুপুর ১২ টা হতে ১১ নভেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি ২ হাজার টাকা। পুন:নিরীক্ষণের ফলাফল আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। 


গুচ্ছ ভর্তির ওয়েবসাইট https://gstadmission.ac.bd থেকে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

ফল পুনির্নিরীক্ষার আবেদন ফি ২ হাজার টাকা রাখার কারণ হিসেবে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন জানান, অন্যান্য জায়গায় ফল পুনর্নিরীক্ষার আবেদন ফি কম রাখা হলেও তারা সেটি ফেরত দেয়না। কিন্তু আমরা আবেদন ফি ফেরত দেব। পুনর্নিরীক্ষার পর যাদের ফল পরিবর্তন হবে তাদের আবেদন ফি ফেরত দেয়া হবে। সেজন্য আমাদের আবেদন ফি বেশি রাখা হয়েছে।