চার বছরের অনার্স জীবনের সমাপ্তি উপলক্ষে শিক্ষা সমাপনী নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ইএসডিএম) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। ৫ জুলাই শহরের মাইজদী এলাকার মেহরান ডাইন রেস্টুরেন্টে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এই আয়োজনে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিনুজ্জামান, ড. মোহাম্মদ আবদুস সালাম, সঞ্জয় সাহা সনেট এবং তনুজা বড়ুয়া।
একই অনুষ্ঠানে ব্যাচের কোর্স সমন্বয়ক এবং সহকারী অধ্যাপক তনুজা বড়ুয়ার শিক্ষাছুটির বিদায় অনুষ্ঠানেরও আয়োজন করে শিক্ষার্থীরা। দুই বছরের মাস্টার্স প্রোগ্রামে অংশ নিতে আগামী মাসে সুইডেন যাচ্ছেন এই শিক্ষক।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আগামীর দিনগুলোতে করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের পুরনো দিনগুলোর স্মৃতিচারণা করেন। শিক্ষার্থীরা বলেন, পরিবেশ ও জলবায়ু ইস্যুতে আগামীর দিনগুলোতে চার বছরের শিক্ষা কাজে লাগাতে চান তারা।
২০১৭ সালের জানুয়ারিতে শুরু হয় ২০১৬-১৭ ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস। ২০২০ সালে চার বর্ষের আটটি সেমিস্টার শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও মহামারী ও নানা ইস্যুতে নির্ধারিত সময়ের প্রায় বছর দেড়েক পর নিজেদের অনার্স জীবন শেষ করছে পরিবেশ বিজ্ঞান বিভাগের এই ব্যাচের শিক্ষার্থীরা। এই উপলক্ষে আয়োজন ছিল এই নৈশভোজের।