গেল ১৭ অক্টোবর এ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) মধ্য দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এ বছর ২০ টি সরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনে এই পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। আজ বিকেলে এই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে শুধু প্রাপ্ত নম্বর দেখতে পাচ্ছেন সকল পরীক্ষার্থী। পজিশন না থাকায় চিন্তায় পড়েছেন অনেকেই, প্রাপ্ত নম্বর দিয়ে কীভাবে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে তা নিয়ে।
গুচ্ছ ভর্তি কমিটি বলছে, ভর্তি পরীক্ষার ফলে শুধু প্রাপ্ত নম্বরই প্রকাশ করা হয়েছে গুচ্ছ ওয়েবসাইটে। এরপর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে ফলাফলে উত্তীর্ণ পরীক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে। ইউনিটভিত্তিক মেধা ক্রম অনুসারে বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ব্যবস্থাপনায় ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে।
এক্ষেত্রে তাই ফলাফল পেয়েই বসে থাকার উপায় নেই। নজর রাখতে হবে বিশ্ববিদ্যালয়গুলোর বিজ্ঞপ্তিতেও।
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি
প্রতিটি বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়ে থাকে। এক্ষেত্রে ভর্তি পরীক্ষায় বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর যেমন এগিয়ে থাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি কাঙ্ক্ষিত বিষয়টি পেতেও রাখে প্রভাব। এজন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে রাখতে হবে নজর। পরীক্ষার্থীরা নিজেদের বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরের সাথে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির শর্তগুলো মিলিয়ে দেখবে। তারপর সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করবে।
সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কাছে আসা সকল আবেদন যাচাই বাছাই শেষে ফলাফল প্রকাশ করবে। তারপরই ভর্তি কার্যক্রম শুরু হবে। তাই যে পরীক্ষার্থী ৮৫ পেয়েছে সেও যেমন আশা রাখতে পারে ভর্তির, তেমনি যে পরীক্ষার্থী ২০ পেয়েছে তারও নিরাশ হওয়ার কারণ নেই। গুচ্ছ ভুক্ত সকল বিশ্ববিদ্যালয়েই যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদনের সুযোগ পাবে যে কেউ। এজন্যই পজিশন উল্লেখ করা হয় নি রেজাল্টে।
একটা সিটের আকাঙ্খা : ভাগ্য যেভাবে সাহায্য করেছিল আমায়
ধরা যাক, একটি বিভাগে সিট সংখ্যা ৫ টি। সেখানে আবেদন করলো ১০ জন। এই ১০ জনের ভর্তি পরীক্ষার নম্বর যথাক্রমে ৮০, ৭৫, ৬০, ৫৮, ৫৫,৪৯,৪৭,৪২,৩৮, ৩৫। এক্ষেত্রে আপনার নম্বর যদি হয় ৫৫, তাহলে ঐ বিভাগে আপনার সিট নিশ্চিত। কিন্তু যদি ৪৯ পান তাহলে কিন্তু নিশ্চিত নয়, থাকতে হবে ওয়েটিংয়ে। প্রথম ৫ জনের কেউ একজন যদি ভর্তি না হন তাহলে আপনার সুযোগ এসে যাবে ভর্তির। এভাবেই আগাবে ভর্তি কার্যক্রম।
ফল পুনঃনিরীক্ষণ
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি এক পোস্টেই পাবেন এখানে। সর্বশেষ আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন এই পেইজটি।
ভর্তি বিষয়ক যে কোনো জিজ্ঞাসায় ই-মেইল করতে পারেন আমাদের tmabd2021@gmail.com এই ঠিকানায়। যোগাযোগ করতে পারেন ফেসবুক পেইজেও।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি