Application for setting up a canteen in your school campus | TmA


 24 Nov, 2018

 

To

The Principal

Dhaka Collegiate School,

Dhaka

 

Sub : Prayer for setting up a Canteen on the school campus.

 

Sir,

 

We, the students of your school, would like to state that ours is a well known school in the district. But there is no canteen on our school campus. So, many students take their food

from the roadside stalls, which are very unhygienic (স্বাস্থ্যের জন্য ভালো নয়). As a result, we suffer from stomach upset (পাকস্থলীর

পীড়া) now and then.

 

We, therefore pray and hope that you would

be kind enough to set up a canteen in our school campus and oblige thereby.

 

Obediently yours -


The students of

Dhaka Collegiate School


Translation 


২৪ নভেম্বর, ২০১৮ 


বরাবর

প্রধান শিক্ষক 

 ঢাকা কলেজিয়েট স্কুল, 

ঢাকা 

বিষয়: স্কুল ক্যাম্পাসে একটি ক্যান্টিন স্থাপনের জন্য প্রার্থনা। 


স্যার, 

আমরা, আপনার স্কুলের ছাত্ররা, বলতে চাই যে আমাদের স্কুলটি জেলার একটি সুপরিচিত স্কুল।

কিন্তু আমাদের স্কুল ক্যাম্পাসে কোনো ক্যান্টিন নেই। তাই, অনেক শিক্ষার্থী রাস্তার পাশের স্টল থেকে তাদের

খাবার নিয়ে যায়, যেগুলো খুবই অস্বাস্থ্যকর

(স্বাস্থ্যের জন্য ভালো নয়)। এর ফলে আমরা

বার বার পেটের পীড়ায় ভুগি। তাই আমরা প্রার্থনা করি এবং আশা করি যে আপনি আমাদের স্কুল ক্যাম্পাসে

একটি ক্যান্টিন স্থাপনের জন্য যথেষ্ট সদয় হবেন এবং এর দ্বারা বাধ্য হবেন। 


আপনার আজ্ঞাবহ - 


ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীবৃন্দ