এ বছর ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো আয়োজন করা হয় গুচ্ছ ভর্তি পরীক্ষা। দেশের ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয় এই আয়োজনে সম্পৃক্ত ছিল। গেল ০১ নভেম্বর সি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের পরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে।
কিছুটা ভুলত্রুটি থাকলেও অভিভাবক ও শিক্ষার্থীদের ভোগান্তি কমে যাওয়ায় আগামী বছরও এই পদ্ধতিতেই পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছে গুচ্ছ ভর্তি কমিটি। তবে এ বছর শর্ত সাপেক্ষে ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা (সেকেন্ড টাইমার) পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেলেও আগামী বছর থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আর এ সুযোগ থাকছে না। আগামীবার থেকে সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না বলে জানা গেছে।
গতকাল বুধবার (৩ নভেম্বর) গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, সেকেন্ড টাইমারদের অনেকেই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে পুনরায় ভর্তি পরীক্ষায় অংশ নেয়। আগের চেয়ে ভালো বিষয় পেলে তারা সে বিশ্ববিদ্যালয় থেকে তাদের বিষয়টি ছেড়ে চলে আসে। ততক্ষণে পুরাতন বিশ্ববিদ্যালয়ে তার ব্যাচ দ্বিতীয় বর্ষে উঠে যায়। তখন তার ছেড়ে আসা সিটটি খালি থেকে যায়। এটি একটি জাতীয় অপচয়। আমাদের উচিত জাতীয় অপচয় ঠেকানো। গুচ্ছ ভর্তি কমিটির পক্ষ থেকে আমরা কয়েক জন উপাচার্য মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এডভোকেট আব্দুল হামিদের সাথে দেখা করে এসব বিষয়গুলো বুঝিয়ে বলব।
রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে তাই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এখনই বলা যাচ্ছে না শিক্ষার্থীরা দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ পাবে কি না।
আরো পড়ুন : এখন কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন চলছে?
tags: tmabd blog,tma,কোন কোন বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আছে ২০২২,সেকেন্ড টাইম থাকছে না,গুচ্ছ সেকেন্ড টাইম, gst second time,