কোন বিশ্ববিদ্যালয় ভর্তিতে খরচ কত? | TmA

 



পাবলিক, বেসরকারি এবং মেডিকেল কলেজগুলোয় ভর্তি খরচে রকমফের দেখা যায়। বিশ্ববিদ্যালয় ভেদেও খরচে আছে ভিন্নতা। আবার প্রতি বছরই ভর্তি খরচে ভিন্নতা দেখা যায় ভর্তির বিজ্ঞপ্তিতে। ২০২০-২১ শিক্ষাবর্ষের আলোকে এই লেখায় ভর্তি বিজ্ঞপ্তির আলোকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি খরচ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা থাকলো।  



১। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 

ভর্তির সময় খরচ : ১৭ হাজার ৬৫০ টাকা। 


গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি



২। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

ভর্তির সময় খরচ : বিজ্ঞান বিভাগের জন্য ১২ হাজার ৪০০ টাকা। মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য ১০ হাজার ৪০০ টাকা। 


৩। খুলনা বিশ্ববিদ্যালয় 

ভর্তির সময় খরচ : ৯ হাজার টাকা। 



[ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ সাপেক্ষে এই পোস্ট নিয়মিত আপডেট করা হবে। তাই পোস্টটি শেয়ার করে টাইমলাইনে সংরক্ষণ করুন। ]



পরামর্শ 

১। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া যেভাবে হবে। 

২। ঢাবির ভর্তি পরীক্ষার জন্য শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি নেবেন? 

৩। কত পেলে চান্স মিলবে মেডিকেলে? 

৪৷ একটা সিটের আকাঙ্খা : ভাগ্য যেভাবে সাহায্য করেছিল আমায়