গুচ্ছভুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির মূল বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে -
টাইমলাইন >>
~ আবেদন শুরু : ০১ জানুয়ারী ২০২২
~ আবেদন শেষ : ১৫ জানুয়ারী, ২০২২
~ আবেদন মাধ্যম : বশেমুরডিই ভর্তি ওয়েবসাইট ( https://admission.bdu.ac.bd )
~ আবেদন ফি : ৪৫০ টাকা (সকল ইউনিট)
~ আবেদন ফি প্রদানের মাধ্যম : মোবাইল ব্যাংকিং।
~ আবেদন ফি প্রদানের শেষ তারিখ : ১৫ জানুয়ারী, ২০২২
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি
অনুষদ ও আসন >>
~ প্রকৌশল অনুষদ
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৫০ আসন)
~ শিক্ষা ও গবেষণা অনুষদ
১। শিক্ষা (৫০ আসন)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে মোট আসন সংখ্যা ১০০।
কোটা আসন আলাদা।
কোটা তথ্য দেখুন এখানে।
আবেদন যোগ্যতা >>
~ গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরাই শুধু আবেদন করতে পারবে।
~ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রাপ্ত নম্বরের বিষয়ভিত্তিক শর্ত আছে।
ফলাফল প্রক্রিয়া >>
~ মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত হবে।
~ গুচ্ছ পরীক্ষার প্রাপ্ত নম্বর গণিত, ইংরেজি ও পদার্থ থেকে ১০০ নম্বর যোগ হবে।
~ এর সাথে এসএসসির জিপিএ-কে ৫ দিয়ে এবং এইচএসসির জিপিএ-কে ৫ দিয়ে গুণ করে হিসেব হবে। সর্বমোট ৫০ নম্বর আসবে এসএসসি ও এইচএসসি থেকে।
> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ভর্তি বিষয়ক যে কোনো জিজ্ঞাসায় ই-মেইল করতে পারেন আমাদের tmabd2021@gmail.com এই ঠিকানায়।