দেশের সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজসমূহে ২০২১-২২
শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নেওয়ার লক্ষ্যে
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত তুলে ধরে দেওয়া হলো-
টাইমলাইন >>
~ আবেদন শুরু : ২০ মার্চ ২০২২
~ আবেদন শেষ : ৩০ মার্চ, ২০২২
~ আবেদন ফি জমার শেষ সময় : ৩১ মার্চ, ২০২২
~ প্রবেশ পত্র ডাউনলোড : ১৭ - ১৯ এপ্রিল, ২০২২
~ পরীক্ষা : ২২ এপ্রিল, সকাল ১০ টা থেকে ১১ টা।
কত পেলে চান্স মিলবে মেডিকেলে?
আবেদন যোগ্যতা >>
~ ২০২১ এবং ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি যোগ্য বলে বিবেচিত হবেন।
~ এসএসসি ও এইচএসসি'র মোট জিপিএ কমপক্ষে ৯.০০ থাকতে হবে।
~ জীববিজ্ঞান বিষয়ে উভয় পরীক্ষায় কমপক্ষে ৩.৫০ থাকতে হবে।
আমর্ড ফোর্সেস মেডিকেল ও আর্মি মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
আবেদন প্রক্রিয়া >>
~ আবেদন প্রক্রিয়ায় অনলাইনে সম্পন্ন করতে হবে।
~ বিডিএস ভর্তির ওয়েবসাইট (ঠিকানা) এ প্রবেশ করে যাবতীয় তথ্য দিতে হবে।
~ আবেদন ফরম পূরণের পর টেলিটক সিমের মাধ্যমে ১০০০ টাকা ফি প্রদান করতে হবে।
মানবন্টন >>
~ ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।
~ বিষয় : জীববিজ্ঞান (৩০), রসায়ন (২৫), পদার্থ (২০),
ইংরেজি (১৫) এবং সাধারণ জ্ঞান (১০)।
~ প্রতি ভুল উত্তরের বিপরীতে ০.২৫ কাটা যাবে।
~ পাশ নম্বর ৪০।
~ জিপিএ থেকে ১০০ নম্বর হিসাব হবে। এসএসসির
জিপিএ-কে ১৫ দিয়ে গুণ এবং এইচএসসির
জিপিএ-কে ২৫ দিয়ে গুণ করা হবে।
আসন সংখ্যা >>
~ ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তিতে সরকারি কলেজসমূহে
সর্বমোট আসন সংখ্যা ৫৪৫ টি।
~ এর মধ্যে সাধারণ কোটায় ৫৩০ টি আসন রয়েছে।
২০২১-২২ শিক্ষাবর্ষে সকল বিশ্ববিদ্যালয় ভর্তি আপডেট
একসাথে দেখা যাবে এখানে।
পরামর্শ
১। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া যেভাবে হবে।
২। ঢাবির ভর্তি পরীক্ষার জন্য শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি নেবেন?
৩। কত পেলে চান্স মিলবে মেডিকেলে?
৪৷ একটা সিটের আকাঙ্খা : ভাগ্য যেভাবে সাহায্য করেছিল আমায়