মেডিকেল ভর্তির ফল জানা যাবে যেভাবে | TmA

  


সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে শুক্রবার (১ এপ্রিল) অনুষ্ঠিত এমবিবিএস (২০২১-২২ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সময় জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  আজ ৫ এপ্রিল দুপুর একটায় ফল প্রকাশিত হবে। 


কত পেলে চান্স মিলবে মেডিকেলে?


 কয়েক বছর ধরে পরীক্ষা গ্রহণের ৭২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করা হলেও এবার নির্ধারিত সময়ে পরীক্ষার্থীদের ফল পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ ছিল। সে শঙ্কাই সত্যি হলো। 


এ বছর এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী আবেদন করেন, যা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। 


প্রতি বছর বুয়েটের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিশেষজ্ঞ পরীক্ষকরা পুনর্নিরীক্ষার কাজ করেন। তবে এবার বুয়েট ফলাফল তৈরি করে জমা দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষজ্ঞ দল উত্তরপত্র দ্বিতীয় দফায় মূল্যায়ন করেছেন। 



মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পাওয়া যাবে এই লিংকে। 


২০২১-২২ শিক্ষাবর্ষে সকল বিশ্ববিদ্যালয় ভর্তি আপডেট একসাথে দেখা যাবে এখানে। 


পরামর্শ 

১। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া যেভাবে হবে। 

২। ঢাবির ভর্তি পরীক্ষার জন্য শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি নেবেন? 

৩। কত পেলে চান্স মিলবে মেডিকেলে? 

৪৷ একটা সিটের আকাঙ্খা : ভাগ্য যেভাবে সাহায্য করেছিল আমায়