সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি | SEC Admission 2021 | TmA


 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই লেখায় বিজ্ঞপ্তির মূল বিষয়গুলো উল্লেখ করা হলো- 



টাইমলাইন >> 


~ আবেদন শুরু : ০১ নভেম্বর ২০২১

~ আবেদন শেষ : ৩০ নভেম্বর ২০২১

~ আবেদন ফি : ১০০০ টাকা 

~ আবেদন ফি প্রদানের মাধ্যম : ডাচ বাংলা ব্যাংকের রকেট 

~ আবেদন ফি প্রদানের শেষ তারিখ : ০১ ডিসেম্বর, ২০২১

~ আবেদন মাধ্যম : সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ওয়েবসাইট (www.sec.ac.bd) 

~ ভর্তি পরীক্ষার তারিখ : ০৪ ডিসেম্বর। 


গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি

বিভাগ ও আসন >> 


~ কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং (৬৩ আসন)


~ সিভিল ইন্জিনিয়ারিং (৬৩ আসন)


~ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং (৬৩ আসন) 


সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে মোট আসন : ১৮৯ (কোটাসহ) 

 

একটা সিটের আকাঙ্খা : ভাগ্য যেভাবে সাহায্য করেছিল আমায় 

আবেদন যোগ্যতা >> 


~ সেকেন্ড টাইমার'রা দিতে পারবেন। 


~ এসএসসি ও এইচএসসি'তে মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। 


~ এইচএসসি'তে গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজিতে আলাদাভাবে কমপক্ষে ৩.০ থাকতে হবে। 


~ আবেদনকারী সকলেই পরীক্ষা দিতে পারবেন। 


ভর্তি পরীক্ষার ধরণ >> 


~ ১০০ নম্বরের লিখিত পরীক্ষা। 


কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে 


> বিস্তারিত জানতে TmA Library এর এই PDF টি ডাউনলোড করে মনোযোগ দিয়ে পড়ুন। 




> সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি বিষয়ক যে কোনো জিজ্ঞাসায় ই-মেইল করতে পারেন আমাদের tmabd2021@gmail.com এই ঠিকানায়। মেসেজ করতে পারেন TmA এর ফেসবুক পেইজেও । 








tags: tma,tmabd,sec admission 2021,সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি,সেক ভর্তি,Sylhet Engineering College admission,sec admission circular,sec admission circular 2020-21,sec admission circular 2020-21 pdf,