২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি কার্যক্রমে যে ২০ টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত ছিল তার একটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে গুচ্ছ ভর্তি পরীক্ষার বাইরে আরেকটি ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগটি গুচ্ছভুক্ত না হওয়ায় এই বিভাগে আলাদা ভাবে ভর্তি পরীক্ষা নিতে চায় যবিপ্রবি কর্তৃপক্ষ।
আজ বুধবার (০৩ নভেম্বর) গুচ্ছভুক্ত বিভাগগুলোর জন্য প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। (ভর্তি বিজ্ঞপ্তির লিঙ্ক)
যবিপ্রবি কর্তৃপক্ষ বলছে, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে ভর্তি পরীক্ষা নিতে শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আলাদা করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে উল্লেখ থাকবে আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ।
এই ভর্তি বিজ্ঞাপ্তি প্রকাশ হওয়ামাত্র এই পোস্টে আপডেট করা হবে।