ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার।
সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত ২০২০-২১ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের এই পরীক্ষা হয়।
প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় বসতে হবে ভর্তিচ্ছুদের। এছাড়া এসএসসি ও এইচএসসির ফলাফল থেকে ২০ নম্বর থাকবে।
যবিপ্রবির একটি বিভাগে ভর্তি পরীক্ষা
সাত কলেজে এবার আসন রয়েছে ২৬ হাজার ১৬০টি, যার বিপরীতে আবেদন পড়েছে ৯৫ হাজার ৬২২টি।
অধিভুক্ত সরকারি সাত কলেজের এ বছর সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে। সাড়ে ছয় হাজার আসনের বিপরীতে বিজ্ঞান ইউনিটে আবেদন পড়েছে ৪১ হাজার ৯৪টি। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় সাত জন।
১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে রাজধানীর ৭ টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা । পূর্বে এসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল । অনার্স ও মাস্টার্স পর্যায়ে বর্তমানে এক লাখ ৬৭ হাজার ২৩৬ জন ছাত্রছাত্রী এবং এক হাজার ১৪৯ জন শিক্ষক রয়েছেন। অধিভুক্ত হওয়ার পর থেকে কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালনা করা হয় । কলেজগুলো হল-
১. ঢাকা কলেজ
২. ইডেন মহিলা কলেজ
৩. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
৪. কবি নজরুল কলেজ
৫. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
৬. মিরপুর সরকারি বাঙলা কলেজ
৭. সরকারি তিতুমীর কলেজ।