চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার এই ফলাফল প্রকাশ করা হয়।
কোভিড মহামারীর কারণে বিলম্বিত শিক্ষাবর্ষ শেষে সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী। এই শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন জিপিএ ৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ১৩ দশমিক ৭৯ শতাংশ।
যেভাবে তৈরি করা হয়েছে এইচএসসির ফল
করোনাভাইরাস মহামারির কারণে দেড় বছর পর এটা দ্বিতীয় কোন পাবলিক পরীক্ষা।
এবার ২ হাজার ৬২১টি কেন্দ্রে ৯ হাজার ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী ছিলেন।
এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এদের মধ্যে দুই লাখ ৫৪ হাজার ৮৩০ জন বিজ্ঞান, ছয় লাখ ৫৬ হাজার ১৩২ জন মানবিক এবং দুই লাখ ২৭ হাজার ৫৫ জন বাণিজ্য বিভাগের।
এছাড়া এক লাখ ১৩ হাজার ১৪৪ জন মাদ্রাসা ও এক লাখ ৪৮ হাজার ৫০৩ জন কারিগরি শিক্ষা বোর্ডের।
বিশেষ পরিস্থিতিতে এবার সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সময় কমিয়ে আনা হয় দেড় ঘণ্টায়।
পরীক্ষা না নেওয়া হয়নি বাংলা ও ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোর; যেগুলোর মূল্যায়ন করা হবে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে।
সবার আগে এইচএসসির ফল জানার উপায়
সাধারণত পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিন রেজাল্ট পাওয়ার মূল লিন্কে চাপ থাকায় সার্ভার ডাউন হয়ে যায়। এতে করে পরীক্ষার্থীরা ফলাফল পেতে ভোগান্তিতে পড়েন। তাই ফলাফল পাওয়ার বিকল্প উপায় খুঁজেন সংশ্লিষ্টরা।
এসএসসির ফল পুনর্নিরীক্ষণ করবেন যেভাবে
বিকল্প হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডের একটি আলাদা সার্ভার ব্যবহার করতে পারেন। লিন্ক এখানে।
এই লিন্ক থেকেই বিদ্যালয় কর্তৃপক্ষ ফলাফল নিয়ে নোটিশ বোর্ডে দেন। শিক্ষার্থীরা তারপরই জানতে পারেন কাঙ্ক্ষিত ফলাফল।
আত্মহত্যা : হাদিসের বাণীতে ভয়াবহতার বয়ান
এই লিন্কে শিক্ষার্থী নিজে যেমন তার ফলাফল পাবেন, বিদ্যালয় কর্তৃপক্ষও পাবেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের সকলের ফলাফল। একইসাথে কেন্দ্রের ফলাফল, বোর্ডভিত্তিক বিশ্লেষণও জানা যাবে খুব সহজেই।
এইচএসসি রেজাল্ট মোবাইলের মেসেজে
এইচএসসি রেজাল্ট ঘরে বসে জানতে দরকার হবে একটি সচল সিম।
মোবাইলের Message অপশনে গিয়ে 16222 নম্বরে নিম্নোক্ত ফরম্যাটে SMS করে জেনে নিতে পারেন কাঙ্ক্ষিত ফলাফল।
নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২
HSC এর জন্যঃ
HSC<space>BOARD<space>ROLL<space>YEAR
মাদ্রাসা বোর্ডের এর জন্যঃ
ALIM<space>MAD<space>ROLL<space>YEAR
কারিগরি শিক্ষাবোর্ডের জন্যঃ
HSC<space>TEC<space>ROLL<space>YEAR
ওয়েবসাইট থেকে এইচএসসির ফল জানার উপায়
ইন্টারনেটের মাধ্যমে তাৎক্ষণিক এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল জানতে ভিজিট করতে পারেন শিক্ষা মন্ত্রণালয়ের ফলাফল বিষয়ক ওয়েবসাইটের এই লিঙ্কে।
বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল
এইচএসসির ফলাফল জানা যাবে বোর্ডের ওয়েবসাইট থেকেও।
কুমিল্লা বোর্ড - ফলাফল
ঢাকা বোর্ড - ফলাফল
চট্টগ্রাম বোর্ড - ফলাফল
রাজশাহী বোর্ড - ফলাফল
বরিশাল বোর্ড - ফলাফল
খুলনা বোর্ড - ফলাফল
দিনাজপুর বোর্ড - ফলাফল
ময়মনসিংহ বোর্ড - ফলাফল
কারিগরি বোর্ড - ফলাফল
দাখিল বোর্ড - ফলাফল