বিশ্বের প্রথম নারী ও পুরুষের উভয়ের ব্যবহারযোগ্য (ইউনিসেক্স কনডম) তৈরির খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। মালয়েশিয়ার এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ এই কনডম তৈরি করেছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে আজ বৃহস্পতিবার জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, 'ওয়ান্ডালিফ' নামের এই ইউনিসেক্স কনডম মানুষকে তাদের জন্ম নিয়ন্ত্রণ ও যৌন স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন জন ট্যাং ইং চিন নামের ওই উদ্ভাবক।
হস্তমৈথুনে কি উপকার আছে?
টুইন ক্যাটালিস্ট মেডিকেল সাপ্লায়ার ফার্মের একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ মেডিকেল ড্রেসিং এর কাজে ব্যবহৃত উপাদান দিয়ে এই ইউনিসেক্স কনডম তৈরি করেছেন।
কমডমটি তৈরিতে ব্যবহার করা হয়েছে পলিইউরিথ্রিন, যা খুবই পাতলা (০.০৩ মিলিমিটার)। এই মুহূর্তে সবচেয়ে পাতলা কনডম হিসেবে খ্যাতি আছে সিঙ্গাপুরের একটি কনডমের, যেটি ০.০৪৫ মিলিমিটার পাতলা।
নামিবিয়ানরা বউ অদল বদল করেন কেন?
জন ট্যাং ইং চিন জানান, এটি সাধারণ কনডমের মতোই, সাথে শুধু একটা আঠালো আবরণ আছে। এতে যে আঠালো আবরণটা আছে যা ভ্যাজাইনা বা পেনিসের সাথে লেগে থাকে এবং অতিরিক্ত সুরক্ষার জন্য ওই অংশের পুরোপুরি ঢেকে রাকে। আঠালো অংশটি শুধুমাত্র একপাশে ব্যবহার করা হয় যার মাধ্যমে ছেলে বা পুরুষ উভয়ই এইটা ব্যবহার করতে পারবে। এই ইউনিসেক্স কনডম এতটাই স্বচ্ছ যে ব্যবহারের পর কিছু বোঝাই যাবে না বলেও তিনি জানান।
আগামী ডিসেম্বর থেকে ওই ফার্মের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে এই ইউনিসেক্স কনডম। প্রতিটি প্যাকেটে দুইটি করে কনডম থাকবে এবং মালয়েশিয়ান মুদ্রায় এর দাম নির্ধারণ করা হয়েছে আরএম-১৪.৯৯ রিঙ্গিত। বাংলাদেশী মুদ্রায় এর দাম দাঁড়াবে ৩০৭ টাকায়। তবে এখনই বাংলাদেশে পাওয়া যাবে না এই কনডম। কনডমটি শুধু মালয়েশিয়াতে পাওয়া যাচ্ছে। তবে শীঘ্রই অন্যান্য দেশেও মিলবে বলে ওয়ান্ডালিফ কনডম।
এ ব্যাপারে ড. ট্যাং বলেন, 'আমি যথেষ্ট আশাবাদী যে এটি অনিচ্ছাকৃত গর্ভধারণ এবং যৌন রোগ প্রতিরোধে করতে একটি অন্যতম সংযোজন হবে এই কনডম। '
বিভিন্ন মেডিকেল সরঞ্জাম তৈরি ও উন্নতিসাধনের লক্ষ্য নিয়ে ২০১৩ সালে যাত্রা শুরু করে টুইন ক্যাটালিস্ট। ওয়ান্ডালিফ কনডমের উদ্ভাবক জন ট্যাং ইং চিন-ই এই ফার্মের প্রতিষ্ঠাতা।