গেল বছর বিটিআরসির এক নির্দেশনার পর বন্ধ করে দেওয়া হয়েছিল বিনামূল্যে ফেসবুক ও মেসেন্জারের সেবা। এবার জানা গেল, এই সেবা সীমিত পরিসরে আবার চালু হচ্ছে।
মোবাইলে ইন্টারনেট না থাকলেও জরুরি প্রয়োজনে ফেসবুক মেসেঞ্জারে টেক্সট পাঠানোর সুবিধা চালু করলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটরগুলো। এজন্য ‘শুধু টেক্সটের মাধ্যমে যোগাযোগের জন্য ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ’ উদ্বোধন করা হয় আজ মঙ্গলবার। একই সঙ্গে ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা’ও প্রকাশ করেছ বিটিআরসি।
ফেসবুক থেকে মেটা : আমাদের কি লাভ কোথায়?
বিটিআরসির একজন কর্মকর্তা জানান, সবার সবসময় ডাটা (ইন্টারনেট) থাকে না। গ্রাহকরা যাতে ডাটা ছাড়াই টেক্টট পাঠাতে পারেন, সে জন্য অপারেটররা মিলে এই সুবিধা চালু করা হচ্ছে। তিনি আরো জানান, বর্তমানে অপারেটরগুলোর নানান প্যাকেজে গ্রাহকেরা জর্জরিত। প্যাকেজের শৃঙ্খলা থাকা দরকার। এজন্য ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা’ তৈরি করা হয়েছে।
ইন্টারনেট ডেটা শেষ হলেও ‘টেক্সট অনলি ফেসবুক’ ও ‘ডিসকভার অ্যাপ’ চালিয়ে যেতে পারবেন দেশের মোবাইল ফোন গ্রাহকরা।। এছাড়া ডিসকভারের ওয়েব ও অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের জন্য মোবাইল ফোন অপারেটররা গ্রাহকদের প্রতিদিন ১০ মেগাবাইট ডেটা বিনামূল্যে দেবে। এ ডেটা দিয়ে শুধু ফেসবুকের প্রতিষ্ঠান ডিসকভারের সেবা পাওয়া যাবে।
৫০ টাকায় দেশের বাজারে করোনা বড়ি
টেক্সট অনলি ফেসবুকের মাধ্যমে গ্রাহকরা তাদের ইন্টারনেট শেষ হয়ে গেলেও পরবর্তী ব্যালেন্স টপ আপ করার আগ পর্যন্ত ফেসবুক ও মেসেঞ্জারের টেক্সট অনলি সংস্করণে কানেক্টেড থাকতে পারবেন।
টেক্সট অনলি ফেসবুক যেভাবে কাজ করবে
>> এর মাধ্যমে গ্রাহকরা ডেটা শেষ হয়ে যাওয়ার পরও ফেসবুক সেবার সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন এবং অনলাইনে গুরুত্বপূর্ণ টেক্সট ভিত্তিক তথ্য আদান প্রদান করতে পারবেন।
ফেসবুক প্রোটেক্ট চালু না করলে বন্ধ ফেসবুক একাউন্ট | কিভাবে করবেন?
>> এক্ষেত্রে শুধু ‘টেক্সট’ (লেখা) প্রদর্শিত হবে, কোনোরূপ ছবি কিংবা ভিডিও দেখা যাবে না।
>> এ পরিসেবার মাধ্যমে ব্যবহারকারীরা পাঠ্যভিত্তিক তথ্য যেমন শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেইজ, এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত নির্দেশনা, অন্যান্য শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য যেমন ফেইসবুকে কোভিড তথ্যকেন্দ্র সম্পর্কে জানতে পারবেন।
>> এটির মাধ্যমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা ফ্রি এ ধরনের সুবিধা নিতে পারবে।
গ্রামীণফোন মঙ্গলবার থেকেই এ সেবা দিচ্ছে এবং খুব শিগগির অন্যান্য অপারেটর এ সেবা শুরু করবে।
এই লেখাগুলো মিস করবেন না যেন!
~ মলনুপিরাভির : কোভিড চিকিৎসায় প্রথম খাওয়ার ট্যাবলেট
~ একটা সিটের আকাঙ্খা : ভাগ্য যেভাবে সাহায্য করেছিল আমায়