এসএসসি : পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা | TmA

  

করোনাকালে নির্ধারিত সময়ে হতে পারে নি ২০২১ সালের এসএসসি পরীক্ষা৷ অবশেষে নির্ধারিত সময়ের দীর্ঘ আট মাস পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। 



আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল ভোকেশনাল) পরীক্ষা। এই পরীক্ষায় অংশ নেবে মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী। পরীক্ষাগুলো অনুষ্ঠিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জরুরি কিছু নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।


এসএসসি: কত টাকা ফেরত পাবেন পরীক্ষার্থী? 


পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।


তবে, অনিবার্য কারণবশত যদি কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে না পারে তাহলে তার নাম, রোল নম্বর, বিলম্বের কারণ ও কতক্ষণ পর কেন্দ্রে প্রবেশ করেছে এসব তথ্য রেজিস্ট্রারে জমা দিতে হবে। প্রতিদিন বিলম্বে আসা পরীক্ষার্থীদের তথ্যসহ তালিকাটি কেন্দ্র সচিব সংশ্লিষ্ট বোর্ডকে দেবেন।


এসএসসি রুটিন ২০২১ 


নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা কেন্দ্রে একমাত্র কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোন বা ঘড়ি, কলম বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। তবে, কেন্দ্র সচিব পরীক্ষা কেন্দ্রে ছবি তোলা যায় না বা ইন্টারনেট ব্যবহার করা যায় না এমন কোনো সাধারণ মোবাইল ব্যবহার করতে পারবেন।


এসএসসি পরীক্ষা ৩২ নম্বরে 


কোনো কেন্দ্রে যদি অনিবার্য কারণবশত বিলম্বে পরীক্ষা শুরু করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে যত সময় পর পরীক্ষা শুরু হয়েছে তত সময় প্রশ্নপত্রের উল্লেখিত সময়ের সঙ্গে যোগ করতে হবে। 



এই লেখাগুলো মিস করবেন না যেন! 

মলনুপিরাভির : কোভিড চিকিৎসায় প্রথম খাওয়ার ট্যাবলেট 

একটা সিটের আকাঙ্খা : ভাগ্য যেভাবে সাহায্য করেছিল আমায়