নোবিপ্রবির মেধাতালিকা দেখা যাবে যেভাবে | TmA

 



Update : 21 December 2021 


২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীদের মেধাতালিকার ফলাফল ২০ ডিসেম্বর প্রকাশিত হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে সেটি সম্ভব হয় নি। আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে এই ফলাফল প্রকাশ করা হয়েছে ।  

এ বছর নোবিপ্রবি'তে ভর্তির জন্য আবেদন করেছে ৫২ হাজার ২৮৫ শিক্ষার্থী।  ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৯ হাজার ৬১৯ জন, ‘বি’ ইউনিটে ১০ হাজার ৩১৪, ‘সি’ ইউনিটে ১১ হাজার ৩১৬, ‘ডি’ ইউনিটে (সাইন্স) ৮ হাজার ৯৯৬, মানবিকে ৭৫৪, ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২ হাজার ৩৪১, ‘ই’ ইউনিটে ৫ হাজার ৫০৬ এবং ‘এফ’ ইউনিটে ৩ হাজার ৭৩৯ জন আবেদন করেছেন। মোট ৬টি গ্রুপে ১৩৯১টি আসনে ভর্তি নেওয়া হবে।


ভর্তির সময় যা সঙ্গে আনতে হবে-

- বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তি ফরম।

- গুচ্ছ পরীক্ষার প্রবেশপত্র।

- পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি চার কপি।

- এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ ও নম্বরপত্র। মূল কপি ও ফটোকপি। 

- কলেজের প্রশংসাপত্র মূল ও ফটোকপি।

- এইচএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ডের কপি।

- ভর্তি ফি

মেধাতালিকা ও ভর্তি সম্পর্কিত সকল তথ্য দেখা যাবে  এখানে।