এইচএসসি ফল জানুন এখান থেকে
করোনাভাইরাস মহামারির কারণে দেড় বছর পর এটাই প্রথম কোন পাবলিক পরীক্ষা।
আগামী ১৪-২০ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে।
পুনঃনিরীক্ষা পদ্ধতি কেমন?
ফলাফল পুনঃনিরীক্ষা বলতে প্রচলিত চেকিংকে বোঝানো হয় না। এই পদ্ধতিতে নতুন করে কোনো নম্বর খাতায় দেওয়া হয় না। একইভাবে কোনো নম্বর কাটাও যায় না। শুধু নাম্বার গণনা ঠিক আছে কি না সেটিই চেক করে দেখা হয়। গণনা প্রক্রিয়ায় ভুল থাকলে সেটি সংশোধন করে ফলাফল প্রকাশ করা হয়।
যেভাবে ফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন
ফলাফল পুনঃনিরীক্ষার আবেদনের জন্য প্রয়োজন হবে একটি সচল টেলিটক সিম৷
একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২
মোবাইল এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে—
RSC <space> বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর <space> রোল নম্বর <space> বিষয় কোড
উদাহরণ— ঢাকা বোর্ডের কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 507494 তার বাংলার জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবে—
RSC DHA 507494 101
এরপর মেসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।
উল্লেখ্য, একটি এসএমএসে একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন—
RSC DHA 507494 101,102,107
এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্যে ১২৫ টাকা করে চার্জ কাটা হবে।
এসএসসি : পার্থক্য গড়েছে জেএসসির ফল
ফিরতি এসএমএসে কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। এতে রাজি থাকলে এর পর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখতে হবে—
RSC <space> YES <space> পিন নম্বর <space>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)
উদাহরণ: ফিরতি এসএমএসে প্রদত্ত পিন নম্বর হল 12345 এবং মোবাইল নম্বর 01913XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবে—
RSC YES 12345 01913XXXXXX
এর পর মেসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।
একই নম্বর থেকে ফিরতি ম্যাসেজ (এসএমএস) এ আবেদন কনফার্মেশন সংক্রান্ত একটি বার্তা আসবে।
উপরের প্রক্রিয়াগুলো সঠিকভাবে সম্পন্ন হলে ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হওয়া যাবে।
কবে পাওয়া যাবে পুনঃনিরীক্ষার ফল?
সাধারণত আবেদন সময়সীমা শেষ হওয়ার মাসখানেকের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এই ফলাফল জানা যাবে।
আরো পড়ুন :
১। জন্মদিন পালনে ইসলাম কী বলে?
২। ঈদে মিলাদুন্নবী নিয়ে যা জানতেই হবে
৩। স্বপ্নে কী এমন ভয়ংকর শাস্তি দেখেছিলেন রাসূল (সা.)?