গুচ্ছ বি ইউনিট ফল জানা যাবে যেভাবে | GST B unit result 2020-21|TmA

  



গেল ২৪ অক্টোবর অনুষ্ঠেয় গুচ্ছ ভর্তি পরীক্ষার বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল বিকেলে প্রকাশের পর ফলাফলে ত্রুটি থাকার অভিযোগ করছিলেন অসংখ্য পরীক্ষার্থী৷ এরপর ওয়েবসাইট থেকে ফলাফল সরিয়ে নেওয়া হয়। মধ্যরাতে আবার সংশোধিত ফলাফল প্রকাশিত হয়েছে।  


এক ঘণ্টার ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়েছে। এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকাশিত হবে মেধাতালিকা।


গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি


গুচ্ছে থাকা বিশ্ববিদ্যালয়গুলো এই মেধাতালিকা থেকে নিজেদের শর্ত পূরণ সাপেক্ষে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করবে।

গত ২৪ অক্টোবর অনুষ্ঠেয় এই পরীক্ষায় মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা হয়। সারা দেশে একযোগে ২২টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন ৬৭ হাজার ১১৭ পরীক্ষার্থী। অংশগ্রহণের হার প্রায় ৯৪ শতাংশ। 


ফল পুনঃনিরীক্ষণ 

সর্বশেষ আপডেট। এখানে। 


বি ইউনিটের ফলাফল দেখা যাবে গুচ্ছ ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে। 


গুচ্ছ ভর্তি কমিটি বলছে, আগামী বুধবার অর্থাৎ ২৭ অক্টোবরের মধ্যে বি ইউনিটের ফলাফল প্রকাশিত হবে। 


একটা সিটের আকাঙ্খা : ভাগ্য যেভাবে সাহায্য করেছিল আমায় 


গুচ্ছভুক্ত ২০ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে সব মিলিয়ে ৩ লাখ ৬১ হাজার ৪০৬ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেন।

এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১ লাখ ৯৪ হাজার ৮৪১, মানবিক বিভাগে ১ লাখ ৭ হাজার ৯৩৩ এবং বাণিজ্য বিভাগে ৫৮ হাজার ৬৩২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।


গুচ্ছ বি ইউনিট প্রশ্ন সমাধান 


তবে বিজ্ঞান বিভাগের ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন এবং মানবিক ও বাণিজ্যের সব শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের সুযোগ পেয়েছিলেন। 


আগামী ১ নভেম্বর বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা হবে। এর আগে গেল ১৭ অক্টোবর অনুষ্ঠিত গুচ্ছের এ ইউনিটের ভর্তি পরীক্ষা। 


ভর্তি পরীক্ষার ফলাফল, বিজ্ঞপ্তি সহ গুচ্ছ ভর্তির সর্বশেষ আপডেট পেতে TmA ওয়েবসাইটটি নিয়মিত ব্রাউজ করুন। ধন্যবাদ।  


ভর্তি বিষয়ক যে কোনো জিজ্ঞাসায় ই-মেইল করতে পারেন আমাদের tmabd2021@gmail.com এই ঠিকানায়।  যোগাযোগ করতে পারেন ফেসবুক পেইজেও। 


আরো পড়ুন : স্তন ক্যান্সার সম্পর্কে কতটা জানেন? 


tags: gst admission,গুচ্ছ ভর্তি,tma,tmabd,গুচ্ছ পরীক্ষার ফল,গুচ্ছ প্রবেশ পত্র,জিএসটি এডমিশন,জিএসটি রেজাল্ট,guccho result,gst admission result,