চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ।
গত ১ নভেম্বর ও ২ নভেম্বর প্রতিদিন দুই শিফটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটে মোট পরীক্ষা দিয়েছেন ৪৪ হাজার ৮২৬ জন ভর্তিচ্ছু। যা মোট পরীক্ষার্থীর ৬৫ দশমিক ৮৩ শতাংশ।
বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সব বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে গঠিত এই ইউনিট। ইউনিটটিতে আসন রয়েছে এক হাজার ২১২টি।
বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ফেল করেছেন ২৪ হাজার ২০৬ জন শিক্ষার্থী। শতকরা হিসেবে যা ৫৪ দশমিক ১ শতাংশ। এই ইউনিটে পাস করেছেন ২০ হাজার ৬১৮ জন শিক্ষার্থী। শতকরা হিসেবে যা ৪৫ দশমিক ৯৯ শতাংশ।
সন্ধ্যার মধ্যে ফলাফল ওয়েবসাইট প্রকাশ করা হবে।
এ ইউনিটের ফল পাওয়া যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( Here)।
বিস্তারিত ফলাফল জানতে অবশ্য অপেক্ষা করতে হবে আগামী ৪৮ ঘন্টা। এরপর পরীক্ষার্থীরা চবি ওয়েবসাইটে লগইন করে নিজ নিজ ফলাফল দেখতে পাবে।
সূত্র বলছে, এ ইউনিটের সর্বোচ্চ নম্বর ১০৯.৫০। গত শিক্ষাবর্ষে সর্বোচ্চ নম্বর ছিল ১০৭।