জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সম্মান ১ম বর্ষের ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের আবেদনের মেধা তালিকা প্রকাশিত হচ্ছে আজ। বিকাল ৪ টায় এই তালিকা প্রকাশের কথা রয়েছে।
১ম রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থান পাওয়া কোনো শিক্ষার্থী যদি আগের শিক্ষাবর্ষে অর্থাৎ ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে থাকে তবে তাদেরকে অবশ্যই আগামী ১১ নভেম্বরের মধ্যে সেই ভর্তি বাতিল করতে হবে, পূরণ করতে হবে অনলাইন ফর্ম। রিলিজ স্লিপে স্থানপ্রাপ্ত কেউ বিষয় পরিবর্তনের সুযোগ পাবে না।
১ম রিলিজ স্লিপে স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ০৬ থেকে ১৪ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫ টাকা সংশ্লিষ্ট কলেজে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। একইসময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষকেও ভর্তি নিশ্চায়ন করতে হবে।
১ম রিলিজ স্লিপে স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের নিজেদের ফলাফল মোবাইলে এসএমএস কিংবা ওয়েবসাইটে লগইন করেও দেখতে পারবে৷
মোবাইল এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে nu athn roll লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি মেসেজে ফলাফল জানা যাবে।
ওয়েবসাইট থেকে জানতে অপেক্ষা করতে হবে রাত নয়টা পর্যন্ত। ওয়েবসাইট থেকে ফলাফল জানার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions - এ গিয়ে Honors Login অপশন এ যেতে হবে। সেখানে রোল ও পিন দিয়ে লগইন করলে ফলাফল জানা যাবে।
পড়তে পারেন:
১। যেভাবে হবে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া
৩। স্তন ক্যান্সার সম্পর্কে কতটা জানেন?