বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। এই লেখায় নির্দেশিকার মূল বিষয়গুলো উল্লেখ করা হলো-
টাইমলাইন >>
~ আবেদন শুরু : ১৪ নভেম্বর ২০২১
~ আবেদন শেষ : ৩০ নভেম্বর, ২০২১
~ আবেদন মাধ্যম : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (www.bsfmstu.ac.bd/admission)
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি
~ আবেদন ফি : ৬৫০ টাকা
~ আবেদন ফি প্রদানের মাধ্যম : রকেট।
~ আবেদন ফি প্রদানের শেষ তারিখ : ৩০ নভেম্বর, ২০২১
বিভাগ ও আসন >>
১। গণিত (আসন ৩০)
২। কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং (আসন ৩০)
৩। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং (আসন ৩০)
৪। ফিশারিজ (আসন ৩০)
৫। ম্যানেজম্যান্ট (আসন ৩০)
৬। সমাজকর্ম (আসন ৩০)
কোটা তথ্য দেখুন এখানে।
আবেদন যোগ্যতা >>
~ ২০২১ সালের গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল।
~ এসএসসির বিষয়ক কোনো শর্ত নেই।
~ বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা সকল বিভাগেই আবেদন করতে পারবে।
~ মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরা শুধু ম্যানেজম্যান্ট ও সমাজকর্ম বিভাগে আবেদন করতে পারবে।
~ ১ম চারটি বিভাগে আবেদনের ক্ষেত্রে এইচএসসিতে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের পদার্থ, উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানে অন্তত B থাকতে হবে।
নম্বর বন্টন ও ফলাফল প্রক্রিয়া >>
১। শুধুমাত্র GST-ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষারর্থীরাই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
২। প্রত্যেক আবেদনকারীকে সংশ্লিষ্ট বিভাগসমূহের পছন্দক্রম সঠিকভাবে প্রদানসহ আবেদন করতে হবে।
৩। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি (সার্ভিস চার্জসহ ৬৫০ টাকা) পরিশোধ না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
৪। আবেদনের পর ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সময়সূচী অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ সাক্ষাতকারে উপস্থিত হতে হবে।
৫। সাক্ষাতকারের পর ভর্তির জন্য চুড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ, প্রয়োজনীয় ভর্তি ফি প্রদান এবং মূল কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
> বিস্তারিত জানতে TmA Library এর এই PDF টি ডাউনলোড করে মনোযোগ দিয়ে পড়ুন।
> বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক যে কোনো জিজ্ঞাসায় ই-মেইল করতে পারেন আমাদের tmabd2021@gmail.com এই ঠিকানায়। মেসেজ করতে পারেন TmA এর ফেসবুক পেইজেও।
পরামর্শ
১। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া যেভাবে হবে।
২। ঢাবির ভর্তি পরীক্ষার জন্য শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি নেবেন?
৩। কত পেলে চান্স মিলবে মেডিকেলে?