খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ | TmA

 


 

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। এই লেখায় নির্দেশিকার মূল বিষয়গুলো উল্লেখ করা হলো- 


টাইমলাইন >>

~ আবেদন শুরু : ১৫ নভেম্বর ২০২১
~ আবেদন শেষ : ২৮ নভেম্বর ২০২১
~ আবেদন ফি : ৫০০ টাকা


গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি


~ আবেদন ফি প্রদানের মাধ্যম : বিকাশ,  রকেট।
~ আবেদন ফি প্রদানের শেষ তারিখ : ২৮ নভেম্বর, ২০২১
~ আবেদন মাধ্যম : খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট  (ku.ac.bd.)
~ ফলাফল : ওয়েবসাইটের মাধ্যমে পরবর্তীতে জানানো হবে ।


ইউনিট >>

ক ইউনিট ~~~  (বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে)

> স্কুল-১ >> বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা :

স্থাপত্য, সিএসই, ইসিই, নগর ও গ্রামীণ পরিকল্পনা, পদার্থ, রসায়ন, গণিত,পরিসংখ্যান।

> স্কুল-২ >> জীববিজ্ঞান :

এগ্রোটেকনোলজি, বায়োটেকনোলজি ও জেনেটিক ইন্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি, ফার্মেসী, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট।

খ ইউনিট ~~~  (সকল বিভাগের শিক্ষার্থীই আবেদন করতে পারবে)

> স্কুল-৩ >> কলা ও মানবিক :

ইংরেজি, বাংলা, ইতিহাস ও সভ্যতা।

> স্কুল-৪>> সামাজিক বিজ্ঞান :

অর্থনীতি, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা।

> স্কুল-৫ >> আইন :

আইন

> স্কুল - ৬ >> শিক্ষা :

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট

গ ইউনিট ~~~  (সকল বিভাগের শিক্ষার্থীই আবেদন করতে পারবে)

> স্কুল- ৭ >> ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন :

ব্যবসায় প্রশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা

ঘ ইউনিট ~~~ (সকল বিভাগের শিক্ষার্থীই আবেদন করতে পারবে)

> স্কুল - ৮ >> চারুকলা :

ড্রইং এন্ড পেন্টিং, প্রিন্ট মেকিং, ভাষ্কর্য। 



আসন সংখ্যা >>

খুলনা বিশ্ববিদ্যালয়ে সর্বমোট আসন সংখ্যা ১১৬৯ টি। এর বাইরে কোটায় আছে আরও ১২৪ টি আসন।


আবেদন যোগ্যতা >>

খুবি-তে ভর্তির জন্য বিভাগওয়ারি এইচএসসি এবং জিএসটি ভর্তি পরীক্ষায় কিছু শর্ত রাখা হয়েছে। বিস্তারিত খুবির ওয়েবসাইটে ( https://www.ku.ac.bd)

> বিস্তারিত জানতে TmA Library এর এই PDF  টি ডাউনলোড করে মনোযোগ দিয়ে পড়ুন।

> খুবি'র ভর্তি বিষয়ক যে কোনো জিজ্ঞাসায় ই-মেইল করতে পারেন আমাদের tmabd2021@gmail.com এই ঠিকানায়।




পরামর্শ 

১। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া যেভাবে হবে। 

২। ঢাবির ভর্তি পরীক্ষার জন্য শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি নেবেন? 

৩। কত পেলে চান্স মিলবে মেডিকেলে? 

৪৷ একটা সিটের আকাঙ্খা : ভাগ্য যেভাবে সাহায্য করেছিল আমায় 




tags: tma,tmabd,ku admission 2021,খুবি ভর্তি বিজ্ঞপ্তি,খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি,khulna University admission,গুচ্ছ খুবি,ku admission circular,ku admission circular 2020-21,ku admission circular 2020-21 pdf,