রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ | TmA

 


গুচ্ছভুক্ত রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির মূল বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে -


টাইমলাইন >> 


~ আবেদন শুরু : ০৫ ডিসেম্বর ২০২১

~ আবেদন শেষ : ২০ ডিসেম্বর, ২০২১

~ আবেদন মাধ্যম : ইসলামি বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট (https://admission.rmstu.edu.bd)

~ আবেদন ফি : ৬৫০ টাকা 


সকল বিশ্ববিদ্যালয় ভর্তি (২০২০-২১) সর্বশেষ আপডেট


~ আবেদন ফি প্রদানের মাধ্যম : SSLCOMMERZ পেমেন্ট গেটওয়ে সার্ভিস। 

~ আবেদন ফি প্রদানের শেষ তারিখ : ২০ ডিসেম্বর, ২০২১



অনুষদ, বিভাগ ও আসন >> 


~ ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ - ৫০ আসন


১। কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং (৫০ আসন)



~ বায়োলজিকাল সায়েন্স অনুষদ - ২৫ আসন


১। ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (২৫ আসন)


~ ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি অনুষদ - ২৫ আসন


১। ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি (২৫ আসন)


~ বিজনেস স্টাডিজ অনুষদ - ৭৫ আসন


১। ম্যানেজম্যান্ট (৫০ আসন)

২। ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট (২৫ আসন)



রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট আসন ১৭৫ টি। 


কোটা আসন একসাথে অন্তর্ভুক্ত। 


কোটা তথ্য দেখুন এখানে।  



আবেদন যোগ্যতা >> 


~ ২০২১ সালের গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল। 

~ এসএসসি ও এইচএসসির বিষয় ভিত্তিক কোনো শর্ত নেই।




> রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক যে কোনো জিজ্ঞাসায় ই-মেইল করতে পারেন আমাদের tmabd2021@gmail.com এই ঠিকানায়। মেসেজ করতে পারেন TmA এর ফেসবুক পেইজেও


পরামর্শ 

১। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া যেভাবে হবে। 

২। ঢাবির ভর্তি পরীক্ষার জন্য শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি নেবেন? 

৩। কত পেলে চান্স মিলবে মেডিকেলে? 

৪৷ একটা সিটের আকাঙ্খা : ভাগ্য যেভাবে সাহায্য করেছিল আমায়