চিনাবাদাম : উপকার - অপকার | TmA

 


| উপকার- অপকার সিরিজ |


নাম : চিনাবাদাম

ইংরেজি নাম : Peanuts

বৈজ্ঞানিক নাম : Arachis hypogea


চিনা বাদাম খাওয়ার উপকারিতা >> 


~ চিনা বাদামের অ্যান্টি-অক্সিডেন্ট শরীরে কঠিন রোগকে বাসা বাধতে বাঁধা দান করে। 


~ স্মৃতি শক্তি বাড়াতে সাহায্য করে।


~ প্রতিদিনের খাদ্য তালিকায় এক মুঠো বাদাম যুক্ত করে আপনি অতিরিক্ত ওজনের সমস্যা থেকে মুক্তি পাবেন।


| কাঠবাদামে উপকরণ কতটা?


~ চিনা বাদাম রক্ত থেকে সুক্রোজ এর মাত্রা কমায়।


~ শরীরের চর্বি কমাতে সাহায্য করে।


~ গবেষণায় দেখা গেছে যে চিনাবাদাম খাওয়া ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে পারে। 




চিনাবাদাম খাওয়ার অপকারিতা >> 


~ লবণযুক্ত ভ্যালেন্সিয়া চিনাবাদাম আপনার দেহে সোডিয়ামের পরিমাণ বাড়িয়ে দিতে পারে।


~ চিনাবাদাম অতিরিক্ত খাওয়ার কারণে আপনার হজমে সমস্যা দেখা দিতে পারে। 


~ চিনাবাদাম অতিরিক্ত খাওয়ার কারণে লিভারের ক্ষতি হতে পারে। 


~ চিনাবাদাম অতিরিক্ত খাওয়ার কারণে অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে।



| ফ্রি ফেসবুক ব্যবহার করবেন যেভাবে 

| স্তন ক্যান্সার নিয়ে কতটা জানেন?