গুচ্ছভুক্ত টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির মূল বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে -
টাইমলাইন >>
~ আবেদন শুরু : ১১ ডিসেম্বর ২০২১
~ আবেদন শেষ : ৩১ ডিসেম্বর, ২০২১
~ আবেদন মাধ্যম : মাভাবিপ্রবি ভর্তি ওয়েবসাইট (mbstu-admission.net)
~ আবেদন ফি : ৬০০ টাকা
সকল বিশ্ববিদ্যালয় ভর্তি (২০২০-২১) সর্বশেষ আপডেট
~ আবেদন ফি প্রদানের মাধ্যম : বিকাশ, নগদ ও রকেট।
~ আবেদন ফি প্রদানের শেষ তারিখ : ৩১ ডিসেম্বর, ২০২১
অনুষদ, বিভাগ ও আসন >>
~ প্রকৌশল অনুষদ
১। কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং
২। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি
৩। টেক্সটাইল ইন্জিনিয়ারিং
৪। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
~ জীব বিজ্ঞান অনুষদ
১। এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজম্যান্ট
২। ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স
৩। ফুড টেকনোলজি এন্ড নিউট্রেশন সায়েন্স
৪। বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং
৫। ফার্মাসী
৬। বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি
~ বিজনেস স্টাডিজ অনুষদ
১। বিজনেস এডমিনিস্ট্রেশন
২। ম্যানেজম্যান্ট
৩। একাউন্টিং
~ বিজ্ঞান অনুষদ
১। রসায়ন
২। গণিত
৩। পদার্থ
৪। পরিসংখ্যান
~ সামাজিক বিজ্ঞান অনুষদ
১। অর্থনীতি
~ কলা অনুষদ
১। ইংরেজি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
কোটা আসন আলাদা।
কোটা তথ্য দেখুন এখানে।
আবেদন যোগ্যতা >>
~ গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরাই শুধু আবেদন করতে পারবে।
~ গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের বিষয়ভিত্তিক শর্ত আছে।
ফলাফল প্রক্রিয়া >>
~ গুচ্ছ পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে।
~ এর সাথে এসএসসি থেকে ৪০ শতাংশ ও এইচএসসি থেকে ৬০ শতাংশ নম্বর হিসেব হবে।
> মাভাবিপ্রবি ভর্তি বিষয়ক যে কোনো জিজ্ঞাসায় ই-মেইল করতে পারেন আমাদের tmabd2021@gmail.com এই ঠিকানায়। মেসেজ করতে পারেন TmA এর ফেসবুক পেইজেও।
পরামর্শ
১। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া যেভাবে হবে।
২। ঢাবির ভর্তি পরীক্ষার জন্য শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি নেবেন?
৩। কত পেলে চান্স মিলবে মেডিকেলে?
৪৷ একটা সিটের আকাঙ্খা : ভাগ্য যেভাবে সাহায্য করেছিল আমায়