রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদয়ন কলেজ অব বায়োসায়েন্স এন্ড টেকনোলজিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির মূল বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে -
টাইমলাইন >>
~ আবেদন শুরু : ২৩ সেপ্টেম্বর ২০২১
~ আবেদন শেষ : ২০ ডিসেম্বর, ২০২১
~ আবেদন মাধ্যম : উদয়ন কলেজ অব বায়োসায়েন্স এন্ড টেকনোলজি ভর্তি ওয়েবসাইট (www.ucbt.edu.bd/online-application) ।
~ আবেদন ফি : ৫০০ টাকা।
~ আবেদন ফি প্রদানের মাধ্যম : বিকাশ।
সকল বিশ্ববিদ্যালয় ভর্তি (২০২০-২১) সর্বশেষ আপডেট
~ আবেদন ফি প্রদানের শেষ তারিখ : ২০ ডিসেম্বর, ২০২১
~ ভর্তি পরীক্ষা : আবেদন সময়সীমা শেষে জানানো হবে।
বিভাগ ও আসন >>
১. এগ্রিকালচার (৪০ আসন)
২. ফিশারিজ (৪০ আসন)
৩. মাইক্রোবায়োলজি (৪০ আসন)
৪. ফুড এন্ড নিউট্রিশনাল সায়েন্স (৪০ আসন)
উদয়ন কলেজ অব বায়োসায়েন্স এন্ড টেকনোলজিতে মোট আসন ১৬০ টি।
আবেদন যোগ্যতা >>
~ শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
~ ২০১৭, ২০১৮ সালে এস.এস.সি/সমমান পরীক্ষা এবং ২০১৯, ২০২০ সালে এইচ.এস.সি/ সমমান পরীক্ষায় দুটিতে সর্বমোট ন্যূনতম জি.পি.এ ৭.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় ন্যূনতম জি.পি.এ ৩.০০ এর কম হলে আবেদন করা যাবে না।
~ ২০১৩ ও তৎপরবর্তী বছরের এস.এস.সি/সমমান পরীক্ষায় কৃতকার্য ডিপ্লোমা ধারীরাও আবেদন করতে পারবে।
ভর্তি কার্যক্রম >>
~ ভর্তি পদ্ধতি : ভর্তি পরীক্ষা
~ পরীক্ষা পদ্ধতি : MCQ
~ পরীক্ষার মানবন্টন : জীববিজ্ঞান (৪০), রসায়ন (৩০), সাধারণ জ্ঞান (১০), ইংরেজি (২০)। সর্বমোট ১০০ নম্বর।
পরামর্শ
১। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া যেভাবে হবে।
২। ঢাবির ভর্তি পরীক্ষার জন্য শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি নেবেন?
৩। কত পেলে চান্স মিলবে মেডিকেলে?
৪৷ একটা সিটের আকাঙ্খা : ভাগ্য যেভাবে সাহায্য করেছিল আমায়