জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ | TmA

 


গুচ্ছভুক্ত ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির মূল বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে -

টাইমলাইন >> 


~ আবেদন শুরু : ১২ ডিসেম্বর ২০২১
~ আবেদন শেষ : ৩০ ডিসেম্বর, ২০২১
~ আবেদন মাধ্যম : জাককানইবি ভর্তি ওয়েবসাইট ( https://gstadmission.jkkniu.edu.bd )
~ আবেদন ফি : ৪০০ টাকা 
~ আবেদন ফি প্রদানের মাধ্যম : বিকাশ, নগদ ও ইউক্যাশ।
~ আবেদন ফি প্রদানের শেষ তারিখ : ৩০ ডিসেম্বর, ২০২১


অনুষদ, বিভাগ ও আসন >> 


~ FA ইউনিট (২৬০ আসন)

>> FA1 ইউনিট 
১। বাংলা ভাষা ও সাহিত্য (৫৫ আসন)
২। ইংরেজি ভাষা ও সাহিত্য (৫০ আসন)
৩। ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ (২৫ আসন)
৪। দর্শন (৫০ আসন)

>> FA2 ইউনিট 
১। সংগীত (৫৫ আসন)
২। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ (২৫ আসন)



~ FSE ইউনিট (১৬০ আসন)

১। কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং (৪০ আসন)
২। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং (৪০ আসন)
৩। এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং (৪০ আসন)
৪। পরিসংখ্যান (৪০ আসন)


~ FBA ইউনিট (২৩০ আসন)

১। হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি (৫০ আসন)
২। ফিন্যান্স এন্ড ব্যাংকিং (৫০ আসন)
৩। হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট (৫০ আসন)
৪। ব্যবস্থাপনা (৫০ আসন)
৫। মার্কেটিং (৩০ আসন)

~ FSS ইউনিট (৩৫০ আসন)

১। অর্থনীতি (৫০ আসন)
২। লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা (৫০ আসন)
৩। ফোকলোর (৫০ আসন)
৪। নৃবিজ্ঞান (৫০ আসন)
৫। পপুলেশন সায়েন্স (৫০ আসন)
৬। স্থানীয় সরকার ও নগর উন্নয়ন (৫০ আসন)
৭। সমাজবিজ্ঞান (৫০ আসন)

~ FL ইউনিট (৫০ আসন)

১। আইন ও বিচার (৫০ আসন)


~ FFA ইউনিট (৪০ আসন)

১। চারুকলা (৪০ আসন)


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ১০৯০। 

কোটা আসন আলাদা। 

কোটা তথ্য দেখুন এখানে।  


আবেদন যোগ্যতা >> 


~ গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরাই শুধু আবেদন করতে পারবে। 

~ গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের বিষয়ভিত্তিক শর্ত আছে।  


ফলাফল প্রক্রিয়া >> 


~ গুচ্ছ পরীক্ষার প্রাপ্ত নম্বর হিসাব হবে। 

~ এর সাথে এসএসসির জিপিএ-কে ২.৪ দিয়ে এবং এইচএসসির জিপিএ-কে ৩.৬ দিয়ে গুণ করে হিসেব হবে। সর্বমোট ৩০ নম্বর আসবে এসএসসি ও এইচএসসি থেকে। 




> জাককানইবি ভর্তি বিষয়ক যে কোনো জিজ্ঞাসায় ই-মেইল করতে পারেন আমাদের tmabd2021@gmail.com এই ঠিকানায়। মেসেজ করতে পারেন TmA এর ফেসবুক পেইজেও