ঢাবি সাত কলেজ ভর্তি পরীক্ষা : বাণিজ্য প্রশ্ন সমাধান

 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ শুক্রবার।

সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত ২০২০-২১ শিক্ষাবর্ষের বাণিজ্য ইউনিটের এই পরীক্ষা চলবে।


প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় বসতে হবে ভর্তিচ্ছুদের। এছাড়া এসএসসি ও এইচএসসির ফলাফল থেকে ২০ নম্বর থাকবে।


যবিপ্রবির একটি বিভাগে ভর্তি পরীক্ষা

সাত কলেজে এবার আসন রয়েছে ২৬ হাজার ১৬০টি, যার বিপরীতে আবেদন পড়েছে ৯৫ হাজার ৬২২টি।


এর মধ্যে শুক্রবার পরীক্ষা হতে যাওয়া বাণিজ্য ইউনিটের ৫ হাজার ৩১০টি আসনের বিপরীতে ভর্তির জন্য আবেদন করেছেন ২৩ হাজার সাতশ’ জন।


৬ নভেম্বর বিজ্ঞান অনুষদ এবং ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।


২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে রাজধানীর ৭ টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা । পূর্বে এসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল । অনার্স ও মাস্টার্স পর্যায়ে বর্তমানে এক লাখ ৬৭ হাজার ২৩৬ জন ছাত্রছাত্রী এবং এক হাজার ১৪৯ জন শিক্ষক রয়েছেন। অধিভুক্ত হওয়ার পর থেকে কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালনা করা হয় । কলেজগুলো হল-


১. ঢাকা কলেজ

২. ইডেন মহিলা কলেজ

৩. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

৪. কবি নজরুল কলেজ

৫. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ

৬. মিরপুর সরকারি বাঙলা কলেজ

৭. সরকারি তিতুমীর কলেজ। 

বাণিজ্য অনুষদের প্রশ্ন সমাধান







বাণিজ্য অনুষদের প্রশ্ন সমাধানের বাকি অংশ কিছুক্ষণের মধ্যে এই পোস্টে আপডেট করা হবে। সাথে থাকুন৷ 




পরামর্শ 

১। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া যেভাবে হবে। 

২। ঢাবির ভর্তি পরীক্ষার জন্য শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি নেবেন? 

৩। কত পেলে চান্স মিলবে মেডিকেলে? 

৪৷ একটা সিটের আকাঙ্খা : ভাগ্য যেভাবে সাহায্য করেছিল আমায়